প্রকাশ: ২৪ আগস্ট ২০২০, ১৫:৫৮
একটি শহর জয়ের দ্রুততায় গ্রীক সেনাপতি জুলিয়াস সিজার ল্যাটিন ভাষায় বলে উঠেছিলেন, ‘veni vidi vici’, যার অর্থ ‘আমি এলাম, দেখলাম, জয় করলাম।’ তার এই উক্তিটির আগ্রাসী মনোভাবের সাথে যেনো পুরোপুরি মিলে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের অনবদ্য পারফরম্যান্স। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতলো জার্মান পরাশক্তি। রোববার রাতে পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত ফাইনালে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইকে ১-০ গোলে হারিয়ে দীর্ঘ ৭ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উঁচিয়ে ধরেছে বাভারিয়ানরা। ম্যাচের ফলাফল নির্ধারণী একমাত্র গোলটি করেন বায়ার্ন তারকা কিংসলে কোমান।
পর্তুগালের লিসবনে রোববার রাতে ম্যাচের ১৬ মিনিটে নেইমার সুযোগ পেয়েছিলেন গোলের। কিন্তু তার নেওয়া শট দুইবার ফেরে বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের পায়ে লেগে। ২২ মিনিটে বায়ার্নের রবার্ট লিওয়ানডোস্কির নেওয়া শট পিএসজির কেইলর নাভাস ধরতে পারেননি। নিশ্চিত গোল হতে পারতো। কিন্তু ভাগ্যের শিকে ছিড়েনি পোল্যান্ডের এই ফুটবলারের। তার নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে।