প্রকাশ: ২২ আগস্ট ২০২০, ১৫:৫০
ইউরোপা লিগ আর সেভিয়ার ভালোবাসার বন্ধন দৃঢ় হলো আরও। ৫ গোলের নাটকীয় ফাইনালে শুরুতে পিছিয়ে পড়ে আরও একবার শেষ হাসি সেভিয়ার। ইউরোপা লিগের রাজারাই রেকর্ড ষষ্ঠবারের মতো জিতে নিল ইউরোপা লিগের শিরোপা।ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়েছে সেভিয়া।
ডি ইয়ংয়ের জোড়া গোলে আসরে নিজেদের ষষ্ঠ শিরোপা শোকেজে তুললো স্প্যানিশ ক্লাবটি।অন্যদিকে ১০ বছর আগে শেষবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল ইন্টার। এরপর থেকে আরও কোনো ইউরোপিয়ান শিরোপা তো দূরের কথা ঘরোয়া শিরোপাও জোটেনি দলটির। লম্বা সময় পর এদিন ইউরোপা লিগের শিরোপার প্রত্যাশা করছিল দলটি। কিন্তু তাদের অপেক্ষা আরও বাড়িয়ে দিয়েছে সেভিয়া।