চেয়ারম্যান জামিন নিয়ে পালাচ্ছিলেন ভারতে তবে বিজিবির হাঁতে আটক

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: শুক্রবার ১লা নভেম্বর ২০২৪ ০৬:৪৬ অপরাহ্ন
চেয়ারম্যান জামিন নিয়ে পালাচ্ছিলেন ভারতে তবে বিজিবির হাঁতে আটক

সিলেটের তামাবিল সীমান্তে ভারতে যাওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আটক করেছে ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসেন (৩৮) কে। শুক্রবার (১ নভেম্বর) সকালে তাঁকে আটক করা হয়। নোমান হোসেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার যুবলীগের বহিষ্কৃত সদস্য এবং জগন্নাথপুর থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা রয়েছে, যদিও বর্তমানে তিনি জামিনে রয়েছেন।


বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নোমান হোসেন বৈধ পথে ভারত যাওয়ার চেষ্টা করছিলেন। এসময় বিজিবি সদস্যদের সন্দেহ হলে তাঁকে আটক করা হয় এবং পরে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়। ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, আটককৃত নোমান হোসেন সন্দেহভাজন হিসেবে ধরা পড়েছেন এবং তাঁর বিরুদ্ধে চলমান মামলার বিষয়টি তদন্তাধীন।


পুলিশ সূত্রে জানা গেছে, জামিনে থাকলেও নোমান হোসেন বিদেশ যাওয়ার অনুমতি পাননি। তিনি এখনও আইনি জটিলতায় রয়েছেন, যা তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক ও সামাজিক অবস্থানের জন্য একটি সংকট সৃষ্টি করতে পারে।


এ ঘটনাটি স্থানীয় রাজনীতিতে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে যুবলীগের মধ্যে তাঁর বহিষ্কারের পর এমন পরিস্থিতি নজরকাড়া। স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতির দিকে নজর রাখছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।