ধামইরহাটে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ টূর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
মোঃ আবুমুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৫ই মে ২০২২ ০৭:৫৬ অপরাহ্ন
ধামইরহাটে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ টূর্নামেন্টের উদ্বোধন

নওগাঁর ধামইরহাটে  উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের পৃষ্ঠপোশকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টূর্নামেন্ট অনুধ্ব-১৭ খেলার উদ্বোধন করা হয়েছে। 


৫ মে বিকেল সাড়ে ৪ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্ব ৮টি ইউনিয়নের এ খেলার উদ্বোধন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। ১ম দিনের খেলায় উমার ইউনিয়ন ও খেলনা ইউনিয়ন অংশগ্রহণ করেন। 


অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল আমিন, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, আলহিল মাহমুদ চৌধুরী, পাইকবন্দা রেঞ্জ কর্মকর্তা  এ.কে.এম ফরহাদ জাহান, বনবিট অফিসার আনিছুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক প্রভাষক মিনহাজুল রহক সরকার শিবলী, প্রভাষক আবু হানিফ, 


সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক কাউন্সিলর মেহেদী হাসান, কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী, সাংবাদিক জাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। খেলায় ৪-৩ গোলে উমার ইউনিয়ন বিজয়ী হন।