পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানকে পিরোজপুর প্রেসক্লাবের পক্ষ থেকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন জাহেদুর রহমান ছিলেন জনবান্ধব ও সাংবাদিক বান্ধব জেলা প্রশাসক। তাকে পিরোজপুরের সরকার বাহাদুর হিসেবে উল্লেখ করে বলেন তিনি প্রশাসক ছিলেন না, তিনি ছিলেন এ জেলার মানুষের সেবক। এসময় জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন তিনি পিরোজপুরের মানুষের ভালোবাসা পেয়েছেন এ জন্য তিনি এ জেলার মানুষের প্রতি কৃতজ্ঞ থাকবেন।
সভায় বক্তব্য প্রেসক্লাব সাধারন সম্পাদক এস.এম. তানভীর আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি এস.এম. রেজাউল ইসলাম শামীম, সাবেক সভাপতি ইউএনবি প্রতিনিধি মাহামুদ হোসেন, বাসস প্রতিনিধি গৌতম নারায়ণ রায় চৌধুরী, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী, আতায়ের ব্বানী ফিরোজ, সাবেক সাধারন সম্পাদক সমকাল প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু,আরিফ মোস্তফা,সহ সভাপতি খেলাফত হোসেন খসরু, কালের কন্ঠ প্রতিনিধি শিরিনা আফরোজ, এনটিভি প্রতিনিধি রশিদ আল মুনান সুজন ও ইন্ডিপেন্ডেন্টটিভি প্রতিনিধি মো: তামিম সরদার।
সভাশেষে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানকে শুভেচ্ছা স্মারক হিসেবেএকটি ক্রেস্ট দেওয়া হয়এবং জেলা প্রশাসক ও প্রেসক্লাবকে স্মারক উপহার দেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।