২০২২ সালের ফুটবলের ব্যক্তিগত সেরা পুরস্কার ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয়েছে। আর এ তালিকায় ২০০৫ সালের পর প্রথমবারের মতো ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় নেই আর্জেন্টাইন ফুটবল ম্যাজিশিয়ান লিওনেল মেসির নাম।
২০২১-২২ মৌসুমে নিজের ছায়া হয়েই ছিলেন মেসি। রেকর্ড সাতবার ব্যালন ডি’অর জয়ী এ আর্জেন্টাইন পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলে ৩৪ ম্যাচে করেছেন মাত্র ১১ গোল। ব্যাল ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় নেই মেসির পিএসজি সতীর্থ নেইমারও। তবে তালিকায় আছেন, এমবাপ্পে, বেনজেমা, লেভানদভস্কি, মোহাম্মদ সালাহ, সাদিও মানে, ক্রিশ্চিয়ানো রোনালদো প্রমুখরা।
ধারণা করা হচ্ছে, এবারের পুরস্কারের জন্য সবচেয়ে বেশি এগিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নায়ক কারিম বেনজেমা। তার সাথে জমজমাট লড়াই হতে পারে বায়ার্নের হয়ে দুর্দান্ত মৌসুম শেষ করে সদ্য বার্সায় যোগ দেয়া লেভানদভস্কি, মোহাম্মদ সালাহ ও সাদিও মানের।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।