খেলাধুলাই যুব সমাজকে মাদকমুক্ত রাখতে পারে: এমপি শাওন

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি - ভোলা
প্রকাশিত: সোমবার ১১ই অক্টোবর ২০২১ ০৮:৩৮ অপরাহ্ন
খেলাধুলাই যুব সমাজকে মাদকমুক্ত রাখতে পারে: এমপি শাওন

শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করার জন্য আহবান জানিয়েছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। এখন থেকে প্রত্যেক সিজনে একটি করে টুর্নামেন্টের আয়োজন করতে খেলোয়াড়দের আহবান জানান এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। খেলাধুলায় সবধরণের পৃষ্ঠপোষকতা দেওয়া হবে বলেও জানান তিনি।  


সোমবার বিকালে মুজিব শতবর্ষ উপলক্ষে ভোলার লালমোহনের গজারিয়া খেলোয়াড় কল্যাণ সংস্থা আয়োজিত বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন এমপি শাওন। 


এসময় বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল কালাম আজাদ, লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমুখ। ফাইনাল খেলায় ওসমানগঞ্জ ফুটবল একাদশকে ১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রপি অর্জন করে গজারিয়া ফুটবল একাদশ।