ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) তিনটি পুরস্কার জিতলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
২০২২ সালে আইএফএফএইচএস বিশ্বের সেরা খেলোয়াড়, সেরা প্লেমেকার ও আন্তর্জাতিক ফুটবলে সেরা গোলদাতার পুরস্কার জিতেছেন মেসি। আইএফএফএইচএসের সবচেয়ে বেশি পুরস্কার জিতেছেন মেসি। ২০১১ সাল থেকে এখন পর্যন্ত ১৩টি আইএফএফএইচএস অ্যাওয়ার্ড জিতেছেন তিনি।
মেসির নেতৃত্বে ২০২২ সালে কাতার বিশ্বকাপের শিরোপা জিতে আর্জেন্টিনা। টুর্নামেন্ট সেরার পুরস্কার হিসেবে গোল্ডেন বল জিতেন তিনি। গত ফেব্রুয়ারিতে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও জিতেন মেসি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।