গোয়ালন্দে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিল জয়ী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১৯শে নভেম্বর ২০২২ ০৪:৩৮ অপরাহ্ন
গোয়ালন্দে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিল জয়ী

কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি আর মাত্র ১ দিন। বিশ্ব আসরকে সামনে রেখেই প্রীতি ফুটবল ম্যাচে ১-০ গোলের ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়েছে ব্রাজিল।


শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে টানটান উত্তেজনাপূর্ণ এ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে। এলাকার ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকরা দু’দলে ভাগ হয়ে এ খেলায় অংশ নেয়। খেলায় ব্রাজিলের হয়ে গোল করেন বাহাদুর খান। খেলার শুরুতে দুদলের খেলোয়াড়রা বাংলাদেশের জাতীয় পতাকাকে সামনে রেখে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে খেলাটি শুরু হয়।


এসময় উপস্থিত থেকে দুদলের পক্ষে খেলায় অংশ নেন গোয়ালন্দ দৌলতদিয়া মডেল হাই স্কুলের সহকারি শিক্ষক ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর উপদেষ্টা শামীম শেখ, উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক বাবর আলী, চট্রগ্রাম জেলা শিশু-কিশোর খেলোয়াড় কল‍্যাণ সমিতির সভাপতি সালাউদ্দিন জুয়েল, গোয়ালন্দ ফুটবল একাডেমীর উপদেষ্টা রফিকুল ইসলাম কুরবান, জিল্লুর রহমান, মোস্তাফিজুর রহমান রানা, দৌলতদিয়া পায়াক্ট বাংলাদেশ সংস্থার ম‍্যানেজার মজিবুর রহমান খান জুয়েল, রাজবাড়ী জেলা শিশু-কিশোর খেলোয়াড় কল‍্যাণ সমিতির সভাপতি ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, সভাপতি গোলাম মোস্তফা সোহাগ, পরামর্শক হুমায়ুন আহমেদ, রেজাউল হাসান রাজন, শিক্ষা বিষয়ক সম্পাদক শফিক মন্ডল,সদস্য মো. ফারুক হোসেন, রাসেল আহমেদ, মো. সুলতান, সাইফুল ইসলাম, রুহুল আমীন, আবজাল মন্ডল, জায়েদুল ইসলাম, কুমার ও আর জে, মোঃ বাহাদুর খান, মোহাম্মদ রায়হান, নিয়াজ মোর্শেদ পরাগ, ইসতিয়াক আহমেদ সীমান্ত, মোহাম্মদ সজীব, মো. রুবেল, নয়ন ফকীর প্রমুখ।


প্রীতি ম‍্যাচের আয়োজক গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন বলেন, সারা বিশ্ব মেতে আছে ফুটবল বিশ্বকাপ নিয়ে এর ব‍্যতিক্রম ঘটেনি গোয়ালন্দের মাটিতে। ব্রাজিল ও আর্জেন্টিনা সাপোর্টারদের মধ্যে খেলার উন্মাদনা ছড়িয়ে দিতেই এ আয়োজন।