মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলা কৃষক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফরহাদ মাতুব্বরের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ডাসার থানার সামনে নিখোঁজ যুবকদের পরিবার ও এলাকাবাসী ফরহাদ মাতুব্বরকে দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে মানববন্ধন করেন।
মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগীরা কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন যে, ফরহাদ মাতুব্বর তাদের সন্তানদের উন্নত ভবিষ্যতের আশ্বাস দিয়ে লিবিয়া পাঠানোর জন্য বিভিন্ন লোভ দেখিয়ে তাদের থেকে ২০ থেকে ৩০ লাখ টাকা আদায় করেছেন। তারা জানান, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর তাদের সন্তানদের লিবিয়া পাঠাবে বলে আশ্বাস দেন এবং তাদের ভিটেমাটি বিক্রি করে ওই অর্থ তার হাতে তুলে দেন। কিন্তু, এক বছর পেরিয়ে গেলেও সন্তানদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
ভুক্তভোগীরা আরও জানান, তাদের সন্তানদের বিষয়ে ফরহাদ মাতুব্বরের কাছে প্রশ্ন করলে তিনি নানা তালবাহানা করতে থাকেন। এমনকি, তাদের সন্তানের জন্য যে অর্থ প্রদান করা হয়েছিল তা এক বছরের পরেও কোন কাজে আসেনি। এ ঘটনায় ফরহাদ মাতুব্বরের বিরুদ্ধে দুইটি মানবপাচারের মামলা হয়েছে। ভুক্তভোগীরা দাবি করেছেন, ফরহাদ মাতুব্বরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এবং তাকে বিচারের মুখোমুখি করা হোক।
মানববন্ধনে উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়নের পশ্চিম পুয়ালী গ্রামের নিখোঁজ মিলন মুন্সি ও আলামিন মুন্সির বাবা মিরাজ মুন্সি, নিখোঁজ সান্ত খানের বাবা খলিল খান, নিখোঁজ মনির খন্দকারের বাবা ইউনুস খন্দকার, কালকিনি জনারজন্দী এলাকার নিখোঁজ জাফর মৃধার বাবা হারুন মৃধা, এবং নির্যাতিত লিবিয়া থেকে ফেরত আসা হাফিজ সরদারের বাবা হেলাল সরদারসহ আরও অনেক ভুক্তভোগী পরিবার।
ডাসার থানার এস.আই. আবুল কালাম আজাদ জানিয়েছেন, ফরহাদ মাতুব্বরের বিরুদ্ধে দুটি মানবপাচার মামলা হয়েছে এবং এই মামলায় অভিযান অব্যাহত রয়েছে। তিনি আশাবাদী যে, খুব শীঘ্রই ফরহাদ মাতুব্বরকে গ্রেফতার করা হবে এবং তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।
এ ঘটনার পর এলাকাবাসী এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা ফরহাদ মাতুব্বরের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মানবাধিকার রক্ষা ও অপরাধীদের বিরুদ্ধে আইনপ্রয়োগে আরও তৎপরতার আহ্বান জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।