"তোমাদের রক্তসিক্ত মাটিতে প্রতিনিয়তই জন্মে বিবর্তনের অংকুর" এই স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে ৭ দিনব্যাপী ২৯তম বইমেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে বিজয় মঞ্চ প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মেলার ভার্চুয়াল উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শহীদ মিনার চত্বরে মেলার প্রবেশ গেটে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বিশিষ্ট কবি ও কলামিস্ট, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান।
ফ্রেন্ডস ফেয়ার উলিপুরের স্থায়ী কমিটির সদস্য রেজওয়ান করিম লালনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ফেয়ার উলিপুরের প্রতিষ্ঠাতা সদস্য জুলফিকার আলি সেনা, এমএস আমীন রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক শামীম আকতার আমীন, উলিপুর উপজেলা স্কাউটের কমিশনার রফিকুল ইসলাম আনছারী এবং প্রথম আলোর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি জাহানুর রহমান খোকন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে উলিপুর ফ্রেন্ডস ফেয়ারের আয়োজকদের ধন্যবাদ জানান এবং বইমেলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তারা সবাইকে বই পড়ার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান।
বইমেলার উদ্বোধনী দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মেলায় স্থানীয় লেখক, প্রকাশক ও পাঠকদের অংশগ্রহণে বইয়ের পসরা সাজানো হয়েছে। বইমেলাটি আগামী ৭ দিন ধরে চলবে বলে জানানো হয়েছে। এ সময় আয়োজকরা বলেন, বইমেলা শুধু বই কেনাবেচার জায়গা নয়, এটি জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক বিনিময়েরও একটি মেলবন্ধন।
উলিপুর ফ্রেন্ডস ফেয়ারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেছেন, বইমেলার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি হবে। এ ধরনের আয়োজন শিক্ষা ও সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বইমেলায় শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষের উপস্থিতি লক্ষ করা গেছে।
আয়োজকরা জানান, বইমেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও লেখকদের সাথে পাঠকদের মতবিনিময়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও শিশু-কিশোরদের জন্য রয়েছে বিশেষ আয়োজন। বইমেলাটি উলিপুরের সাংস্কৃতিক অঙ্গনে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, এই বইমেলা আগামী দিনেও ধারাবাহিকভাবে আয়োজিত হবে এবং এর মাধ্যমে সমাজে বই পড়ার সংস্কৃতি আরও প্রসারিত হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।