ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সিদ্ধান্ত নিয়েছে, শেখ মুজিবুর রহমানের স্বজনদের নামে থাকা পাঁচটি সড়ক, পার্ক, সেতু এবং মোট ১০টি স্থাপনার নাম পরিবর্তন করা হবে। এই সিদ্ধান্ত বুধবার ডিএসসিসির চতুর্থ করপোরেশন সভায় গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসির নবনিযুক্ত প্রশাসক মো. শাহজাহান মিয়া।
সভায় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, সচিব বশিরুল হক ভূঁঞা এবং সংস্থার অন্যান্য বিভাগীয় প্রধানরা। এ সময়, ডিএসসিসির পক্ষ থেকে বেশ কিছু নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণির নাম পরিবর্তন করে ‘ইনার রিং সড়ক’, মুক্তিযোদ্ধা শেখ জামাল সরণির নাম পরিবর্তন করে ‘ঝাউচর প্রধান সড়ক’, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সরণির নাম পরিবর্তন করে ‘কামরাঙ্গীরচর লোহারপুল–বুড়িগঙ্গা সড়ক’ নামকরণ করা হয়েছে। এছাড়া শহীদ শেখ রাসেল শিশু পার্ক, কলাবাগানের নাম পরিবর্তন করে ‘কলাবাগান শিশুপার্ক’, শহীদ শেখ রাসেল শিশুপার্ক, যাত্রাবাড়ী নাম পরিবর্তন করে ‘যাত্রাবাড়ী শিশুপার্ক’, মেয়র তাপস সেতুর নাম পরিবর্তন করে ‘কামরাঙ্গীরচর ব্রিজ’ করা হয়েছে।
এছাড়া হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশুপার্কের নাম পরিবর্তন করে ‘শহীদ জিয়া শিশুপার্ক’, মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের নাম পরিবর্তন করে ‘গেণ্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’ এবং মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্কের নাম পরিবর্তন করে ‘সরাফতগঞ্জ পার্ক’ করা হয়েছে। মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের নাম পরিবর্তন করে ‘কামরাঙ্গীরচর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’ নামকরণ করা হয়েছে।
এ বিষয়ে ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, “জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন করে জনপ্রত্যাশা তৈরি হয়েছে। তাই, সীমিত সম্পদ দিয়ে সর্বোচ্চ নাগরিক সেবা নিশ্চিত করতে হবে। এটি একটি সংস্কৃতিগত পরিবর্তনের অংশ, যাতে জনগণের চাহিদা ও স্বার্থে সেবা বৃদ্ধি পায়।”
এখন, ডিএসসিসি নতুন নামকরণ করে এসব স্থাপনাকে এক নতুন পরিচিতি দিতে চায়, যাতে এটি জনগণের কাছে আরও গ্রহণযোগ্য হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।