শুরু করেছিলেন সাইফউদ্দিন তার সাথে তাল মেলালেন শুরুতে মেহেদি এরপর সাকিব। এতেই খেই হারালো স্কটল্যান্ড। ৮ রানে নেই ৪ উইকেট। যেখানে সমান দুইটি করে উইকেট নিয়েছেন সাকিব ও মেহেদি। তারপরও ক্রিস গ্রিভসের লড়াকু ৪৫ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটে ১৪০ রান সংগ্রহ করতে সক্ষম হয় স্কটল্যান্ড।
রোববার (১৭ অক্টোবর) ওমানের আল আমেরাত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হয়।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম ৩ ওভারে স্কটিশরা এক উইকেট হারিয়ে মাত্র ৫ রান করতে সক্ষম হয়। দ্বিতীয় উইকেটে জর্জ মুন্সী ও ম্যাথু ক্রস ৪০ রানের জুটি গড়েন। পরে মেহেদি দলীয় ৮ম ওভারের ২ ও ৫ নম্বর বলে আগে ক্রস ও পরে মুন্সীকে বিদায় করেন। এরপর সাকিব দলীয় ১১তম ওভারের ২ ও ৪ নম্বর বলে রিচি বেরিংটন ও মিচেল লিস্ককে প্যাভিলিয়নের ফেরত পাঠান। এর সঙ্গে সাকিব টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষস্থানে ওঠে আসেন।
এরপর দলীয় ৫৩ রানে মেহেদি ম্যাচে নিজস্ব তৃতীয় উইকেট হিসেবে কলাম ম্যাকলওয়েডকে সরাসরি বোল্ড করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।