বরেণ্য অভিনেতা মঞ্চসারথি আতাউর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। কদিন ধরেই বেশ অসুস্থ তিনি। খ্যাতিমান এই অভিনেতার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্ট এসেছে তিনি কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন গীতিকবি, লেখক ও রাজনীতিবিদ সুজন হাজং।
তিনি আজ মঙ্গলবার (৬ অক্টোবর) নিজের ফেসবুকের দেয়ালে মঞ্চসারথির দুটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাংস্কৃতিক উপ-কমিটির চেয়ারম্যান মঞ্চসারথি আতাউর রহমান স্যার করোনায় আক্রান্ত। তার দ্রুত সুস্থতা কামনা করছি।’
আতাউর রহমান স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। ৭৯ বছর বয়সী আতাউর রহমান মঞ্চের জন্য লিখেছেন, নির্দেশনা দিয়েছেন, অভিনয়ও করেছেন।রহমান ১৯৪১ সালের ১৮ জুন তদানীন্তন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন তিনি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।