বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের পর এবার তার ছেলে অভিনেতা অভিষেক বচ্চনও করোনা আক্রান্ত হয়েছেন। অভিষেকের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা টুইট করে জানিয়েছেন জুনিয়র বচ্চন। লিখেছেন, ‘একদিন আগে আমার বাবার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছিল। এবার আমারও করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এলো।
আমরা দুজনেই হাসপাতালে ভর্তি। তবে আমাদের করোনার লক্ষণ খুব ভয়াবহ কিছু নয়। আমরা এই বিষয়টা সকলকে জানিয়েছে। আমাদের পরিবারের অন্যান্য সদস্যদেরও টেস্ট করা হচ্ছে। অনুরোধ করছি দয়া করে শান্ত থাকুন, প্যানিক করবেন না। ধন্যবাদ’এদিকে অমিতাভ ও অভিষেক বচ্চনের করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে তাদের দ্রুত আরোগ্য কামনা করেছেন ভক্তরা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।