দেশবরেণ্য কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর ৮ মাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অনেকটা সুস্থ আছেন। দেশে ফেরার জন্য ছটফট করছেন তিনি। এমনটাই জানান এন্ড্রু কিশোরের শিষ্য কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস।
ফেসবুকে এন্ড্রু কিশোরের সঙ্গে একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে মোমিন বিশ্বাস লিখেছেন, দাদাকে বললাম, দাদা আজকে ৯ তারিখ, পাক্কা আট মাস, দাদা একটু চুপ করে থেকে বললেন -‘হ্যাঁ রে দিনগুলো গুনতে গুনতে...।
এর আগে অসুস্থ অবস্থায় গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন এন্ড্রু কিশোর। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। এতো;দিন চিকিৎসাধীন তিনি।
চিকিৎসা শেষে মার্চের শেষ সপ্তাহে দেশে ফিরতে চেয়েছিলেন এন্ড্রু কিশোর। এর আগে সিঙ্গাপুরে হুইল চেয়ারে বসেও একটি অনুষ্ঠানে গানও শুনিয়েছিলেন তিনি। চলছিল দেশে ফেরার প্রস্তুতিও। কিন্তু করোনাভাইরাসের কারণে দেশে ফেরা হয়নি তার।
তার ফেরার বিষয়ে জানা গেছে, সব মিলিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন গায়কের পরিবার। শিগগিরই দেশে ফিরবেন এন্ড্রু কিশোর। সঠিক ব্যবস্থা হলে চলতি সপ্তাহেও দেশে ফিরতে পারেন তিনি।
গুণী এই শিল্পীর পারিবারিক সূত্রে জানা গেছে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের লিম সুন থাইয়ের অধীনে এন্ড্রু কিশোরের চিকিৎসা চলছে। চিকিৎসক জানিয়েছেন, এখন অনেকটাই সুস্থ এন্ড্রু কিশোর। তবে কয়েক মাস পর পর চেকআপের জন্য আসতে হবে তাকে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।