
প্রকাশ: ৬ জানুয়ারি ২০২০, ১৭:৫৭

সম্প্রতি বাগদান সেরে ফেললেন জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সৌমিক আহমেদ ও ফাতেমা তুজ জোহরা। কনে ফাতেমা তুজ জোহরা বর্তমানে বিইউপিতে শেষ বর্ষে অধ্যরনরত। আর অন্যদিকে সৌমিক আহমেদ বর্তমানে 'এডিএ'তে ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন।
গতকাল শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর চারুকলার পাশের এক খোলা মাঠে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে তাদের বাগদানের কাজ সম্পন্ন হয়েছে। প্রায় দেড় বছরের প্রেমের সম্পর্কের পর দুই পরিবারের সম্মতিতেই এ আয়োজন সম্পন্ন হয়।
সৌমিক আহমেদ বলেন, 'ফাতেমার সঙ্গে প্রায় দেড় বছরের পরিচয় আমার।আমরা একে অপরকে বুঝে দুজন দুজনকে বেশ পছন্দ করি। এরপর পরিবারের মাধ্যমে আমাদের চার হাত এক করা হয়। সবার কাছে আমাদের নতুন জীবনের জন্য দোয়া চাই। বাগদান সারলেও চলতি বছরের ডিসেম্বরে জাঁকজমক ভাবে বিয়ে হবে বলে জানান সৌমিক।

তিনি আরও বলেন ফাতেমা এখন শেষ বর্ষে পড়ছে। এ বছরই তার পড়াশোনা শেষ হবে। তাই বিয়ে ও আনুষ্ঠানিকতাটা ডিসেম্বরেই করবো। ইউটিউবার হিসেবে জনপ্রিয় হলেও, সৌমিককে দেখা গেছে নাটক ও বিজ্ঞাপনে । চাকুরিতে জয়েন করার পর অভিনয়টা কমিয়ে দিলেও মাঝে মাঝে দেখা যায় গান ফ্রেন্ডস এর ভিডিওতে এ অভিনেতাকে।