
প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯, ২২:৫৪

রাজধানীর নিকেতনে নকশা না মেনে বাড়ি নির্মাণ করায় ঢালিউড তারকা শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর ভ্রাম্যমাণ আদালত। শাকিব খানের নিকেতনের বাড়িতে অবৈধভাবে বর্ধিত অংশ নির্মাণ করার অভিযোগে অভিযান চালায় রাজউক। শাকিবের ভগ্নিপতি ও কেয়ারটেকার কাগজপত্র দেখাতে আসলে তখন কাগজপত্রে অসংলগ্নতা ধরা পড়ে।
ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে ১০ লাখ টাকা জরিমানা করেন। শাকিব খানকে জরিমানার তথ্যটি নিশ্চিত করেছেন রাজউক-এর জনসংযোগ কর্মকর্তা ও সহকারি পরিচালক আতিকুর রহমান।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব