
প্রকাশ: ৯ নভেম্বর ২০১৯, ৩:৩৯

এ বছর সেরা ‘কৌতুক অভিনেতা’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পেয়েছেন মোশাররফ করিম। কৌতুক অভিনেতা হিসেবে মোশাররফ করিমকে পুরস্কৃত করায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এবার এ প্রসঙ্গে মুখ খুলেছেন মোশাররফ করিম নিজেই। শনিবার (০৯ নভেম্বর) সন্ধ্যায় পুরস্কারপ্রাপ্তি নিয়ে জুরিবোর্ডের কাছে আপত্তি জানিয়েছেন তিনি। এমন কি এই পুরস্কার গ্রহণ করবেন না বলেও জানিয়েছেন।

২০১৮ সালের চলচ্চিত্র কমলা রকেট-এ অভিনয় করে সেরা কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করছেনে মোশাররফ করমি। যৌথভাবে ‘পবিত্র ভালোবাসা’ ছবির জন্য একই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন আফজাল শরীফ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব