রাস্ট্রপতির কাছে ক্ষমা চাইলেন আসিফ আকবর

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: বুধবার ২৩শে অক্টোবর ২০১৯ ০৫:৪০ অপরাহ্ন
রাস্ট্রপতির কাছে ক্ষমা চাইলেন আসিফ আকবর

মহামান্য রাষ্ট্রপতির কাছে  ক্ষমা চেয়েছেন  জনপ্রিয় কণ্ঠশিল্প আসিফ আকবর।  আসিফ আকবর তার নিজের ওয়ালে এক পোস্টের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়েছেন।

পাঠকদের জন্য আসিফ আকবরের স্টাটাসটি হুবুহু (বানান ঠিক রেখে) তুলে ধরা হল:

’মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্যার, আপনি অনন্য আপনার সরলতায়। আমার ছেলেরা  আপনাকে অনেক পছন্দ এবং সম্মান করে। এই জেনারেশনে আপনার এন্ট্রি আসলেই অসামান্য। আমি বঙ্গভবনের দাওয়াত নিয়মিত পাই জাতীয় পুরস্কারটা পাওয়ার কারনে। আমার ভিন্নমত কিংবা কোন অসামঞ্জস্যতা আপনার অভিভাবকত্বকে অসম্মান কখনো করেনি,করতে পারেনা।

সস্কীর্ন মন আমার, আপনার প্রসাদে বারবার দাওয়াত পেয়েও যাওয়া হয়নি। এটি অবশ্যই বেয়াদবী স্যার।  যখন বেসিক দুয়ার বন্ধ, তখন আপনার অফিসের দাওয়াতে আমি একই সাথে উৎফুল্ল এবং কুঁকড়ে   যাওয়া এক সাধারন।  আমাকে ক্ষমা করবেন প্লীজ।

আপনি মাননীয় রাষ্ট্রপতি পদে আছেন,আপনি এই পদের চেয়েও অনেক সুউচ্চে অবস্থান করছেন মিস্টার প্রেসিডেন্ট। আমার উপলদ্ধিটাকে পাম হিসেবে না নিলেই কৃতজ্ঞ থাকবো স্যার। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘয়ু কামনা করি। এভাবেই হাসিখুশীতে থাকুন। আমীন...

ইনিউজ ৭১/টি.টি. রাকিব