
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫০

গত বছর পুত্রসন্তানের মা হয়েছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। ছেলে ইজহান গর্ভে আসার পর থেকে তার ওজন বেশ বেড়ে গিয়েছিল। এবার সেই বাড়তি ওজন ঝরিয়ে ফেলতে আঁটঘাট বেঁধে নেমেছেন সানিয়া। খবর এনডিটিভির। গত চার মাস ধরে নিয়মিত জিমে ঝাম ঝরাচ্ছেন এই সুন্দরী তারকা। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে জিমে ব্যায়ামরত অবস্থার ভিডিও পোস্ট করেছেন তিনি। এরপরেই ভাইরাল হয়ে যায় সেটা।
সানিয়া ওই ভিডিওর নাম দিয়েছেন 'ওয়েট লস জার্নি।' তিনি জানান, গর্ভবতী থাকাকালে তার ওজন বেড়েছিল প্রায় ২৩ কেজি। কিন্তু সন্তানের জন্ম দেওয়ার পর, গত চার মাস ধরে ফের জিমে যাচ্ছেন। চেষ্টা করছেন নিজেকে ফিট করে আগের অবস্থায় ফিরে যাওয়ার। আর এ লক্ষ্যে নেমে গত চার মাসে কমিয়ে ফেলেছেন ২৬ কেজি ওজন।

ইনিউ৭১/জিয়া