ভারতের জনপ্রিয় টেলিভিশন শো ‘মীরাক্কেল’ এর উপস্থাপক মীর আফসার আলী আত্মহত্যার চেষ্টা করেছিলেন। আত্মহত্যার জন্য তিনি একত্রে ৮৭টি ঘুমের ওষুধ খেয়েছিলেন বলে ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে। সম্প্রতি মীর একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
ওই সাক্ষাৎকারে তিনি জানান, গত দুই বছরে ৪ বার আত্মহত্যা করার চেষ্টা করেছেন তিনি। বারবারই মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছেন। মীর বলেন, ‘গত দু’বছরে আমি চারবার সুইসাইড অ্যাটেম্পট করেছি। চারবারের মধ্যে তিনবার আমাকে আনোয়ার শাহ রোডের হসপিটালে ভর্তি করা হয়েছিল।
চারবারের মধ্যে একবার তো আমি নিজের বাড়িতে সুইসাইড অ্যাটেম্পট করতে গিয়েছিলাম।’ চারবারের চেষ্টার মধ্যে একবার তিনি ৮৭টি ঘুমের ওষুধ খেয়েছিলেন। মীর বলেন, ‘ডাক্তারদের আপ্রাণ চেষ্টায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসি।’
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।