
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৩

ভারতের জনপ্রিয় টেলিভিশন শো ‘মীরাক্কেল’ এর উপস্থাপক মীর আফসার আলী আত্মহত্যার চেষ্টা করেছিলেন। আত্মহত্যার জন্য তিনি একত্রে ৮৭টি ঘুমের ওষুধ খেয়েছিলেন বলে ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে। সম্প্রতি মীর একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
চারবারের মধ্যে একবার তো আমি নিজের বাড়িতে সুইসাইড অ্যাটেম্পট করতে গিয়েছিলাম।’ চারবারের চেষ্টার মধ্যে একবার তিনি ৮৭টি ঘুমের ওষুধ খেয়েছিলেন। মীর বলেন, ‘ডাক্তারদের আপ্রাণ চেষ্টায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসি।’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব