টাইটানিকের মতো সিনেমা আমরাও বানাবো: কাদের

নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ৩০শে জুলাই ২০১৯ ০৫:২০ অপরাহ্ন
টাইটানিকের মতো সিনেমা আমরাও বানাবো: কাদের

‘সবাই বলেন চলচ্চিত্রের ভীষণ দুর্দিন চলছে। তবে সবার সঙ্গে আমি এই বিষয়টি নিয়ে একমত না। কারণ আমাদের শাকিবের মতো নায়ক আছে। এছাড়া আমাদের অনেক কিছু আছে। আমরাও টাইটানিকের মতো সিনেমা বানাবো’। সোমবার (২৯ জুলাই) সন্ধায় রাজধানীর পাঁচ তারকা হোটেলে ‘আগুন’ সিনেমার মহরতে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

‘আগুন’ সিনেমা নিয়ে তিনি আরও বলেন, ছবিটি কেমন আগুন ছড়াবে আমি জানি না। তবে ছবিটির জন্য আমার শুভকামনা রইলো। এছাড়া ছবির নতুন নায়িকার উদ্দেশ্যে বলবো, সুচিত্রা সেন এসেই সুচিত্রা সেন হননি, উত্তম এসেই উত্তম হননি। শাকিব খান এসেই শাকিব খান হননি। প্রতিকূলতার মধ্য দিয়ে এগুতে হয়েছে। এখানে নিজেকে প্রমাণ করেই এগিয়ে যেতে হবে।

‘আগুন’ ছবির মহরত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট। মহরত অনুষ্ঠানে আরো উপস্থিদ ছিলেন ছবির প্রযোজক এনামুল আরমান,পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, জাকির হোসেন রাজু, নায়িকা সুচরিতা, প্রযোজক ইকবালসহ অনেকে।

বদিউল আলম খোকন পরিচালিত সিনেমায় প্রথমবারের মত শাকিব খানের জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র প্রথম আসরের রানারআপ জাহারা মিতু। এ ছবিতে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে অভিনয় করবেন মিতু। শাকিব খান ও জাহারা মিতু ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, সুব্রত প্রমুখ। দেশ মাল্টিমিডিয়ার প্রযোজনার ছবিটির গল্প লিখছেন কমল সরকার।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব