বলিউড তারকা ক্যাটরিনা কাইফের বয়স ৩৬ হলো। ১৬ জুলাই জন্মদিনের দিনটি মেক্সিকোতেই কাটাবেন এই তারকা। জানালেন, জন্মদিন তার কাছে বিশেষ কিছু না। একটি সাক্ষাৎকারে জন্মদিন পালং প্রসঙ্গে ক্যাটরিনা কাইফ বলেন, ‘জন্মদিন কোনো বড় বিষয় নয়। সত্যি। এটা হলো ব্যস্ততার ফাঁকে পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য একটি এক্সকিউজ।’
ক্যাটরিনা জানান, গত বছরটা তার জন্য খুব ভালো কেটেছে। নিজের কাজ নিয়ে তিনি সন্তুষ্ট। সামনের বছরটাও ভালো কাটাতে চান তিনি। আরও নতুন ধরণের ভালো চরিত্রে কাজ করতে চান তিনি। ক্যাটরিনা বলেন, জন্মদিন পালন মানেই কোনো মজার যায়গায় গিয়ে পরিবার এবং বন্ধুদের সঙ্গে আনন্দ করা। এবছর মেক্সিকোতেও তিনি সেভাবেই উদযাপন করছেন জন্মদিন। মেক্সিকোতে যাওয়ার আগে ক্যাটরিনা রোহিত শেঠির ‘সূর্যবংশী’ ছবির কাজ শেষ করে গেছেন। ছবিতে তার বিপরীতে দেখা যাবে অক্ষয় কুমারকে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।