ঈদ-উল ফিরতে সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’ ছবিটি। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খান ও অর্চিতা স্পর্শিয়া। মুক্তির আগেই মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বলাকা সিনেমা হলে হয়ে গেলা ছবির প্রিমিয়ার। সিনেমা দেখতে গিয়েছিলেন চিত্রনায়ক ড্যানি সিডাক, সাইমন, নিরব, আইরিন, বিপাশা কবির, জলি, চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি, সাঞ্জু জন চিত্রনায়িকা আঁচল আঁখিসহ এক ঝাঁক তারকা। ছবিটির জন্য শুভকামনা জানিয়েছেন তারা। মজার ব্যাপার হলো কোনো রকম বিরতি ছাড়াই পুরো ছবিটি দেখেছেন সকলেই। ছবি দেখা শেষ করে ছবিটির প্রশংসা করেছেন তারা। ‘আবার বসন্ত’ দেখার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির প্রশংসা করে স্ট্যাটাসও দিচ্ছেন অনেকে।
ছবিটি মূলত এক বাবার ভালোবাসাহীন জীবনের গল্প নিয়ে, সেই বাবার রংহারা জীবনে রঙ ফিরে পাওয়ার গল্প। ৬০ বছর পেরিয়ে আসা এক বাবার আবার বসন্তে ফেরার আকুতি তুলে ধরা হয়েছে এই ছবিটিতে। বাবার চরিত্রে তারিক আনাম খান আর তার ২৫ বছরের প্রেমিকার চরিত্রে রয়েছেন স্পর্শিয়া। তারিক আনাম খান বলেন, ‘শাকিব খানের মৌসুমে এটি একটি সাহসের কাজ। আবার বসন্ত আসলে সমাজের এমন কিছু মানুষের গল্প। যাদের আমরা মনে করি সমাজ থেকে তারা বাতিল হয়ে যাচ্ছেন। যে মানুষদের আমরা সমাজের বোঝা মনে করি। মনে করি, তাদের জীবনে বসন্ত বলে কিছু নেই। তাদেরই গল্প এটি। আমাদের সিনেমার যে খরা চলছে, দর্শকদের যে খড়া চলছে। ঠিক এ সময়ে এ ধরনের ভিন্ন গল্পের ভিন্ন ভাবনার ছবি এলে সে খড়া হয়তো অচিরেই কেটে যাবে।’
স্পর্শিয়া উপস্থিত অতিথিদের সামনে রেখে বলেন, ‘সবাই ছবিটি দেখে আমার ভুলগুলো ধরিয়ে দিবেন। সামনে আরও ভালো কিছু উপহার দিতে চাই। নায়িকা নয়, নিজেকে অনেক ভালো একজন অভিনেত্রী তৈরি করতে চাই। ঈদে সবাইকে ছবিটি দেখার আমন্ত্রণ জানাই।’ ছবিটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু,করবি মিজান, ইমতু রাতিশ, মুকিত, আনন্দ খালিদসহ অনেকেই। ছবিটি প্রযোজনা করেছে ট্যাম মাল্টিমিডিয়া। ডিজিটাল পার্টনার লাইভ টেকনোলজিস লিমিটেড।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।