
প্রকাশ: ২৯ মে ২০১৯, ১:৪৭

ঈদ-উল ফিরতে সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’ ছবিটি। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খান ও অর্চিতা স্পর্শিয়া। মুক্তির আগেই মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বলাকা সিনেমা হলে হয়ে গেলা ছবির প্রিমিয়ার। সিনেমা দেখতে গিয়েছিলেন চিত্রনায়ক ড্যানি সিডাক, সাইমন, নিরব, আইরিন, বিপাশা কবির, জলি, চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি, সাঞ্জু জন চিত্রনায়িকা আঁচল আঁখিসহ এক ঝাঁক তারকা। ছবিটির জন্য শুভকামনা জানিয়েছেন তারা। মজার ব্যাপার হলো কোনো রকম বিরতি ছাড়াই পুরো ছবিটি দেখেছেন সকলেই। ছবি দেখা শেষ করে ছবিটির প্রশংসা করেছেন তারা। ‘আবার বসন্ত’ দেখার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির প্রশংসা করে স্ট্যাটাসও দিচ্ছেন অনেকে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব