অভিনয় থেকে কিছুটা দূরে রয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তবে আলোচনায় রয়েছেন সব সময়ই। স্বামী নিকই তার সব ব্যস্ততার কেন্দ্রবিন্দু। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ‘ক্যাম্প লেডি’র সাজে প্রকাশিত প্রিয়াঙ্কা চোপড়ার কিছু ছবি। ছবিগুলো ইন্টারনেট দুনিয়ায় প্রকাশ পেতেই তা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। কেউ জেন, আর কেউ না বুঝেই বিরূপ মন্তব্য করছেন। এবার সে বিষয়ে মুখ খুললেন অভিনেত্রীর মা মধু চোপড়া। ফ্যাশনের পরিভাষায় ‘ক্যাম্প’ কী- তা হয়তো অনেকেরই অজানা। তাই তো এই সব ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের সঙ্গে সঙ্গে ট্রোলে স্বীকার হলেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা সব সময়ই স্টাইলিস্ট পোশাক পড়ে নজড় কাড়েন। মেট গালার মতো আন্তর্জাতিক মঞ্চে কী ভাবে নজর কাড়তে হয়, তা তিনি খুব ভালো করেই জানেন। স্বামী নিক জোনাসের সঙ্গে কো-অর্ডিনেট করে পরা তার পোশাক ও লুক আন্তর্জাতিক ভাবে প্রশংসা পেয়েছে।
প্রিয়াঙ্কার পোশাক নিয়ে মা মধুর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘ও এত দূরে আছে, কী প্রতিক্রিয়া দেব বলুন তো? সামনে থাকলে জড়িয়ে ধরতাম। খুব সুন্দর দেখতে লাগছিল ওকে।’ নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজ়িয়াম অফ আর্ট-এর বার্ষিকী অনুষ্ঠান ‘দ্য কস্টিউম ইনস্টিটিউট গালা’। সাধারণ মানুষ যাকে ‘মেট গালা’ বলেন। প্রথম এই অনুষ্ঠানের সূচনা করেন ১৯৪৮ সালে পাবলিসিস্ট এলেনর ল্যামবার্ট। উদ্দেশ্য ছিল, অর্থ সাহায্যের জন্য নিউ ইয়র্কের অভিজাত পরিবারগুলিকে উৎসাহ দেওয়া। সময়ের সঙ্গে মেট গালার রূপ-রং পাল্টেছে। এই ফ্যাশন প্রদর্শনীর মেগা উদ্বোধন অনুষ্ঠানে এখন ফ্যাশন, মিউজ়িক, সিনেমা, আর্ট, স্পোর্টস সহ বিভিন্ন অঙ্গনের নামীদামি তারকারা থিম অনুযায়ী সাজগোজ করে আসেন। তাদের দেখতে লক্ষ লক্ষ টাকার টিকিট কেটে ভিড় জমান দর্শক। সাধারণত মে মাসের প্রথম সোমবার এই ফ্যাশন উৎসব অনুষ্ঠিত হয়। এ বছর মেট গালা পা দিল ৭১ বছরে। থিম ছিল, ‘ক্যাম্প : নোটস অন ফ্যাশন’। সেখানেই ‘ক্যাম্প লেডি’র বেশে গিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।
এবার আরও একটু পরিস্কার করে বলা যাক। ‘ক্যাম্প’-এর মূল ভাবনা হচ্ছে স্বাভাবিকতার বাইরে গিয়ে ভিন্ন স্টাইলের সাজ। যে সাজের মধ্যে নাটকীয়তা থাকবে, একই সঙ্গে থাকবে ওভার দ্য-টপ একটা ব্যাপার। আর তাই চড়া মেকআপ, সাদা আইল্যাশ, স্টোন টিপ, ঠোঁটের ওপর এবং চোখের নীচেও স্টোন, কানে লম্বা দুল দিয়ে নিজেকে রাঙিয়েছিলেন প্রিয়াঙ্কা। শুধু তাই নয়, তার মাথায় ছিল লম্বা মুকুট! আর এতেই হয়েছে যতো দোষ। না বুঝে অনেকেই প্রিয়াঙ্কার এই অদ্ভুত সাজ নিয়ে তুমুল সমালোচনা করে যাচ্ছে। যদিও যারা বিষয়টি জানেন তাদের বক্তব্য ছিল পজেটিভ।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।