চলছিলো শুটিং। সবাই ব্যস্ত যার যার কাজে। ডাক এলো ক্যামেরা রেডি। পরিচালক অভিনেতাদের দৃশ্য বুঝিয়ে দিয়েছেন। এবার শট নেওয়া হবে। ঠিক তার আগের মুহূর্তে অজ্ঞান হয়ে গেলেন দীপিকা। সম্প্রতি এই ঘটনা ঘটেছে হিন্দি টিভি শো ‘পানিপুরি’র সেটে। সেখানে হঠাৎঅসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কাকার। ‘পানিপুরি’র প্রযোজক সন্দীপ শিকান্দ সোশ্যাল মিডিয়ায় দীপিকার একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে সোফায় শুয়ে রয়েছেন দীপিকা। তাকে ঘিরে আছে টিমের সদস্যরা। ছবির ক্যাপশনে সন্দীপ লিখেছেন, ‘হিরোইন অজ্ঞান হয়ে গিয়েছে।’
সূত্রের খবর, দীপিকা বেশ কিছু দিন ধরেই অসুস্থ। সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে শেয়ার করা এক ছবিতে ছিল সেই ইঙ্গিত। তার মধ্যেও শুটিং করতে গিয়েই অসুস্থ দীপিকা জ্ঞান হারালেন। যদিও গোটা ব্যাপারটি নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি দীপিকা। ফলে দীপিকার অসুস্থতার খবর বা ভাইরাল হওয়া ছবির সত্যতা নিয়েও প্রশ্ন উঠছে কোনো কোনো মহলে। কেউ কেউ এটাকে প্রচারের কৌশল বলেই দাবি করছেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।