৭২ ঘন্টার পর্যবেক্ষণে সুরসম্রাট আলাউদ্দিন আলী

নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক
প্রকাশিত: বুধবার ২৩শে জানুয়ারী ২০১৯ ০৯:১৮ অপরাহ্ন
৭২ ঘন্টার পর্যবেক্ষণে সুরসম্রাট আলাউদ্দিন আলী

এক কিংবদন্তিকে সমাহিত করার আগেই আরেক কিংবদন্তি অসুস্থ হয়ে পড়লেন। আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুর খবর শুনেই অসুস্থ হয়ে যান আরেক বরেণ্য সঙ্গীতজ্ঞ আলাউদ্দিন আলী। মঙ্গলবার (২২ জানুয়ারি) রাত ১১ টার দিকে মহাখালীর ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতালে ভর্তি করানোর পর চিকিৎসকের পরামর্শে তাকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। তার চিকিৎসার দায়িত্বে রয়েছেন আশিস কুমার চক্রবর্তী। তিনি জানান, আলাউদ্দিন আলীর শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি। তাকে ৭২ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর আগে কিছুই বলা যাচ্ছে না। আশিস কুমার চক্রবর্তী বলেন, আলাউদ্দিন আলীর ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়েছে। একই সাথে তার রক্তে ইনফেকশন ছড়িয়ে পড়েছে। ব্লাড প্রেসার আরো কমলে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা করা হবে। তবে সামগ্রিকভাবে তার শারীরিক অবস্থা কেমন, সেটা ৭২ ঘন্টা পার হলে বলা যাবে।

আলাউদ্দিন আলীকে বাংলাদেশের সুরসম্রাট বলা হয়ে থাকে। তার সুর ও সঙ্গীতে অসংখ্য শ্রোতাপ্রিয় কালজয়ী গান রয়েছে। ‘ও আমার বাংলা মা তোর’, ‘সূর্যোদয়ে তুমি’, ‘বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না’, ‘যেটুকু সময় তুমি থাকো কাছে’, ‘প্রথম বাংলাদেশ’, ‘এমনও তো প্রেম হয়’, ‘আছেন আমার মুক্তার’, ‘জন্ম থেকে জ্বলছি মাগো’, ‘ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়’-এর মতো কালজয়ী গানগুলো তারই সুর-সঙ্গীতে তৈরি। বর্ণাঢ্য ক্যারিয়ারে আলাউদ্দিন আলী চারবার শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে এবং একবার শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। প্রসঙ্গত, মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় মৃত্যুবরণ করেন কিংবদন্তি গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। বুধবার (২৩ জানুয়ারি) বিকালে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব