প্রকাশ: ৩ জানুয়ারি ২০১৯, ২২:৫২
বছরের শুরুতেই শেষ হয়েছে ডিভাইন মাল্টিমিডিয়া প্রযোজিত ড্রিমার্স ক্রিয়েশন এর তত্বাবধায়নে ১৫টি একক নাটক এর শুটিং কক্সবাজারে সফল ভাবে সম্পন্ন হয়েছে। একঝাঁক পরিচালক টীম এর পরিচালনায় নাটকগুলো সম্পন্ন হয়েছে। এরা হলেন- নির্মাতা সাখাওয়াত মানিক, রাফাত মজুমদার রিংকু, হাসান ফুয়াদ ও মাহমুদ হাসান রানা। পরিচালক টীম এর পক্ষে পরিচালক রানা বলেন, ”দর্শকদের চাহিদার কথা বিবেচনা করেই আমরা নতুন বছরে উপহার দিতে অত্যন্ত সাবলীলভাবে নাটকগুলো সফল ভাবে নির্মাণ করেছি। প্রতিটি নাটকের গল্পে রয়েছে ভিন্নতা। আশা করি সবার নাটক কয়টি পছন্দ হবে। সবার সহযোগীতার একটি ভালো টীমের কাজ ছিল।”
এ নাটকগুলোতে অভিনয়শিল্পী ছিলেন যথাক্রমে নিলয় আলমগীর, শ্যামল মাওলা, মৌসুমী হামিদ, শবনম ফারিয়া, মিথিলা মিথিলা, এস.এন.জনি, জাহারা মিতু, নজরুল রাজ, জয়নাল জ্যাক, আরিয়া অরিএা ছাড়াও আরও অনেকে। এ নাটকগুলোর চিএগ্রহণে ছিল মোঃ এস আর নিহাদ ও এজেড আসাদ। এ নাটকগুলোর লাইন প্রযোজক জিল্লুর রহমান জুয়েল। প্রোজেক্ট এর দায়িত্বে ছিলেন সাখাওয়াত মানিক। খুব শীঘ্রই নাটকগুলো বিভিন্ন চ্যানেলে প্রচারে আসবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব