ফেনীতে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে রোকেয়া প্রাচী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩রা জানুয়ারী ২০১৯ ০৪:৪৯ অপরাহ্ন
ফেনীতে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে রোকেয়া প্রাচী

ফেনীতে সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মুক্তিযোদ্ধার সন্তান অভিনেত্রী রোকেয়া প্রাচী। একাদশ জাতীয় নির্বাচনের পরবর্তী সময়ে স্থানীয় রাজনৈতিক মহল, ভক্ত, শুভাকাঙ্খীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে নানা রকম স্ট্যাটাস দিয়ে তাকে এমপি হিসেবে দেখতে চান। 

স্থানীয়দের দাবি, রোকেয়া প্রাচী ফেনী -৩ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আসনটি মহাজোটকে ছেড়ে দেওয়ায় আওয়ামীলীগের কেউ মনোনয়ন পায়নি। তাই তাদের দাবি, সংরক্ষিত নারী আসনে হলেও তাকে নির্বাচিত করা হোক। রোকেয়া প্রাচীকে এমপি হিসেবে চেয়ে নাট্যচার্য সেলিম আল দীন কেন্দ্রের সভাপতি সাংস্কৃতিক কমী রাজীব সারোয়ার জানান, দলীয় মনোনয়ন না পেয়েও তিনি মহাজোট প্রাথী’র জন্য মাঠে ছিলেন। গত ৪/৫ বছর ধরে তৃণমূলে তিনি সরকারের উন্নয়ন ব্যাতিক্রম ভাবে তুলে ধরেছেন। তাই তাকে সংরক্ষিত আসনে নির্বাচিত করা এখন সময়ের দাবী।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব