https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

লন্ডনে প্রকাশিত হচ্ছে মোস্তফা কামালের উপন্যাস 'দ্য মাদার'

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ জানুয়ারি ২০১৯, ২২:২৫

শেয়ার করুনঃ
লন্ডনে প্রকাশিত হচ্ছে মোস্তফা কামালের উপন্যাস 'দ্য মাদার'

জনপ্রিয় কথাসাহিত্যিক ও সাংবাদিক মোস্তফা কামালের ‘থ্রি নভেলস’-এর পর এবার ‘দ্য মাদার’ আন্তর্জাতিক সাহিত্য পরিমণ্ডলে স্থান পাচ্ছে। তাঁর সাড়া জাগানো উপন্যাস ‘জননী’র ইংরেজি সংস্করণ ‘দ্য মাদার’ চলতি জানুয়ারি মাসেই প্রকাশ করতে যাচ্ছে বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা লন্ডনের অলিম্পিয়া পাবলিশার্স। প্রকাশের পর ‘দ্য মাদার’ উপন্যাসটি লন্ডন থেকে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও এশিয়া অঞ্চলের দেশগুলোর বই বাজারে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে আমাজন। এ ছাড়া বিশ্বব্যাপী অলিম্পিয়া পাবলিশার্সের বিদ্যমান যে বাজারব্যবস্থা রয়েছে তার মাধ্যমেও উপন্যাসটি আন্তর্জাতিক পরিমণ্ডলে পাঠকের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দুটি ফরম্যাটে ‘দ্য মাদার’ প্রকাশ করছে অলিম্পিয়া। পেপার ব্যাক ও ই-বুক। আমাজন দুই ফরম্যাটেই আন্তর্জাতিক বাজারে বিক্রি করবে উপন্যাসটি। এর আগে ভারত, সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে প্রকাশিত হয় মোস্তফা কামালের তিনটি উপন্যাসের ইংরেজি সংকলন ‘থ্রি নভেলস’। ‘তালিবান, পাক কান্ল অ্যান্ড ইয়াং লেডি’, ‘ফ্লেমিং ইভেন টাইড’ এবং ‘দ্য ফ্লাটারার’। ‘থ্রি নভেলস’ও বিশ্বজুড়ে বাজারজাত করেছে আমাজন। আর বাংলাদেশে বাজারজাত করার দায়িত্ব পালন করছে বৃহত্তর অনলাইন বুক শপ রকমারি ডটকম।

২০১৪ সালে পার্ল পাবলিকেশনস থেকে প্রথম প্রকাশিত হয় ‘জননী’। প্রকাশের পরপরই উপন্যাসটি ব্যাপক সমাদৃত হয়। সম্প্রতি ‘জননী’র চতুর্থ মুদ্রণ বাজারে এসেছে বলে জানান প্রকাশক হাসান জায়েদী তুহিন। তিনি কালের কণ্ঠকে বলেন, “মোস্তফা কামালের ইতিহাসভিত্তিক উপন্যাস ‘অগ্নিকন্যা’, ‘অগ্নিপুরুষ’ ও ‘অগ্নিমানুষ’—এই ট্রিলজিও পাঠকের কাছে ব্যাপক সাড়া জাগিয়েছে। ১৯৪৭ থেকে ১৯৭১ অর্থাৎ দেশভাগ থেকে স্বাধীনতা পর্যন্ত সময়কালের ওপর লেখা ট্রিলজি বাংলা সাহিত্যে নতুন মাত্রা যোগ করেছে। পার্ল থেকে উপন্যাসগুলো প্রকাশ করতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করছি।”

লেখক মোস্তফা কামাল তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “লন্ডনের অলিম্পিয়া পাবলিশার্স থেকে একজন লেখকের বই প্রকাশিত হওয়া যেকোনো রাষ্ট্রীয় পুরস্কার পাওয়ার চেয়েও বড় ব্যাপার। আমার প্রধান উপন্যাসগুলোর একটি ‘জননী’। এই উপন্যাস দিয়েই পাঠক আমাকে নতুন করে চিনেছেন, নতুনভাবে গ্রহণ করেছেন। এটি একটি দীর্ঘ উপন্যাস। প্রথমে আমি অলিম্পিয়াকে উপন্যাসটির কাহিনি সংক্ষেপ ও প্রথম তিন পার্ট পাঠাই। পরে তারা পুরো পাণ্ডুলিপি পাঠানোর জন্য আমাকে অনুরোধ জানায়। এরপর অলিম্পিয়া পাবলিশার্সের সম্পাদকীয় বোর্ডের প্রধান সম্পাদক আমাকে চিঠি পাঠিয়ে উপন্যাসটি প্রকাশের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। চিঠিতে উপন্যাসটি তাঁদের অনেক ভালো লেগেছে বলেও উল্লেখ করেন।”

উপন্যাসটির ইংরেজি অনুবাদ করেছেন লেখক ও অনুবাদক দুলাল আল মনসুর।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

এ সম্পর্কিত আরও পড়ুন

এবার যে কারণে ঈদে গান শোনাবেন না মাহফুজুর রহমান

এবার যে কারণে ঈদে গান শোনাবেন না মাহফুজুর রহমান

২০১৬ সাল থেকে প্রতিবছর নিজের টেলিভিশন চ্যানেলে একক সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করে আলোচিত হন ড. মাহফুজুর রহমান। তার গান প্রায়শই সমালোচনার এবং আলোচনা-বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে থাকে। তবে, করোনা মহামারীর কারণে সারা বিশ্ব থেমে গেলেও, তার গান পরিবেশন থেমে যায়নি। তিনি ঈদুল ফিতরের বিশেষ অনুষ্ঠানে নিয়মিত গান পরিবেশন করতেন, কিন্তু এবারের ঈদে ভক্তদের জন্য একটি দুঃখজনক খবর রয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) গণমাধ্যমের

কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ সিয়াম ও হিমির

কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ সিয়াম ও হিমির

প্রতি ঈদ ইত্যাদিতেই থাকে নতুন নতুন চমক। উপহার দেওয়া হয় বিভিন্ন অঙ্গনের শিল্পীদের ব্যতিক্রমী প্রতিভার। যেমন গত ঈদের ইত্যাদিতে হানিফ সংকেত ইত্যাদির মাধ্যমেই সংগীতশিল্পী হিসেবে উপহার দিয়েছিলেন অভিনয় তারকা তাসনিয়া ফারিণকে। তিনি তাহসানের সঙ্গে একটি দ্বৈত সংগীত পরিবেশন করেছিলেন। গানটি মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এবারও তার ব্যতিক্রম নয়। এবার ঈদ ইত্যাদিতে তিনি উপহার দিয়েছেন সিয়াম ও হিমিকে। দর্শকেরা শুধু

ধর্মে-কর্মে সময় পার করছেন অভিনেতা তামিম মৃধা

ধর্মে-কর্মে সময় পার করছেন অভিনেতা তামিম মৃধা

একসময় গান-অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করলেও বর্তমানে ইসলামের ছায়াতলেই সকল সুখ খুঁজে পেয়েছেন ছোট পর্দার অভিনেতা ও গায়ক তামিম মৃধা।  দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে বিরতি নিয়েছেন তিনি। শুধু অভিনয় নয়, নিজের ইউটিউব চ্যানেলে কোনো গান নিয়েও হাজির হন না।  বরং ইদানিংকালে তামিমকে দেখা যাচ্ছে একটি ইসলামিক পডকাস্ট পরিচালনা করতে। যেখানে উপস্থিত থাকছেন দেশের প্রখ্যাত ইসলামিক স্কলার ও ব্যক্তিত্বরা।  ইসলামের বিভিন্ন দিক, বিষয়

গুলিবিদ্ধ অভিনেতা আজাদ

গুলিবিদ্ধ অভিনেতা আজাদ

বেশ কিছু নাটক করে বেশ অল্প সময়েই দারুণ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা আজিজুর রহমান আজাদ। নাটকের পর্দায় সদা হাস্যোজ্জ্বল এই তরুণ এখন ভালো নেই। আজ ভোর রাতে আশুলিয়ায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন তিনি! অভিনেতার বিষয়টি নিশ্চিত করেছেন আজাদের সহশিল্পী ও এনটিভির সাংবাদিক জাহিদুর রহমান। তিনি বেলা ২ টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেতা আজাদের ফেসবুক আইডি ট্যাগ করে লেখেন, ‘আশুলিয়ায় গুলিবিদ্ধ অভিনেতা

এখনই স্থানীয় সরকার নির্বাচন চাইছেন আসিফ আকবর

এখনই স্থানীয় সরকার নির্বাচন চাইছেন আসিফ আকবর

কণ্ঠশিল্পী আসিফ আকবর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তুলেছেন। তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বলেন, 'জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি। এতে রাজনৈতিক সংস্কৃতির উন্নতি বোঝা যাবে, মানুষও উপকৃত হবে।' এই মন্তব্যের মাধ্যমে তিনি দেশের নির্বাচনী পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু করেন। অন্যদিকে, আসিফের পোস্টে একজন নেটিজেন মন্তব্য করেন যে স্থানীয় নির্বাচন না চাওয়ার কারণ হচ্ছে রাজনৈতিক