ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী আবারও নতুন নাটক নিয়ে হাজির হচ্ছেন দর্শকদের সামনে। এবারের নাটকের নাম ‘আলো ছায়া’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রুবেল হাসান এবং প্রযোজনা করেছে সিএমভি।
পরিচালক জানান, ভালোবাসা, মান-অভিমান এবং সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। এতে মেহজাবিনের বিপরীতে অভিনয় করেছেন ছোটপর্দার আরেক জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তাঁদের রোমান্টিক রসায়ন বরাবরের মতো এবারও দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আশা করছেন নির্মাতারা।
নাটকটির শুটিং হয়েছে রাজধানীর বিভিন্ন মনোরম লোকেশনে। মেহজাবিন বলেন, ‘গল্পটি পড়েই আমার ভালো লেগেছিল। এমন একটা চরিত্রে অভিনয় করতে পেরে আমি নিজেও আবেগতাড়িত।’
এদিকে, সম্প্রতি নাটকের একটি টিজার ইউটিউবে প্রকাশিত হয়েছে, যেখানে দেখা গেছে আবেগঘন কিছু দৃশ্য। মাত্র একদিনেই ভিডিওটি কয়েক লক্ষ ভিউ ছাড়িয়েছে, যা থেকে বোঝা যায় দর্শকদের আগ্রহ কতটা।
নাট্যপ্রেমীদের অনেকে মনে করছেন, ‘আলো ছায়া’ হতে পারে ঈদ পরবর্তী সময়ে সবচেয়ে আলোচিত একটি নাটক। সোশ্যাল মিডিয়ায়ও মেহজাবিন ও নিশোর এই নতুন নাটক নিয়ে চলছে নানা আলোচনা।
‘আলো ছায়া’ প্রচারিত হবে আগামী শুক্রবার রাত ৮টায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে। একইসঙ্গে নাটকটি উন্মুক্ত করা হবে ইউটিউব প্ল্যাটফর্মেও, যাতে দেশের বাইরে থেকেও দর্শকরা উপভোগ করতে পারেন।
নাটকটির সাফল্য নিয়ে ইতিমধ্যেই আশাবাদী প্রযোজক ও নির্মাতা। তাঁদের প্রত্যাশা, ‘আলো ছায়া’ হবে এমন একটি কাজ, যা দর্শকদের হৃদয়ে দীর্ঘদিন স্থান করে নেবে।
প্রসঙ্গত, মেহজাবিন ও নিশো এর আগেও একাধিক হিট নাটকে একসঙ্গে কাজ করেছেন। ‘আলো ছায়া’ সেই ধারাবাহিকতায় আরও একটি মাইলফলক হয়ে উঠতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।