বিশ্ববিদ্যালয় ভর্তিতে অর্থসংকটে দৃষ্টিপ্রতিবন্ধী হরিবল

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: সোমবার ১০ই ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৫৭ অপরাহ্ন
বিশ্ববিদ্যালয় ভর্তিতে অর্থসংকটে দৃষ্টিপ্রতিবন্ধী হরিবল

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের হুগলিছড়া চা বাগানের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী হরিবল বোনার্জী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন। পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম কেনার পরও অর্থাভাবে পরীক্ষায় বসার সুযোগ হারানোর শঙ্কায় রয়েছেন তিনি।  


হরিবল জানান, ২০২২ সালে এসএসসি ও ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেলেও এখন উচ্চশিক্ষার স্বপ্ন বাধাগ্রস্ত হচ্ছে। সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় এতদিন পড়াশোনা চালিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যাতায়াত খরচ, শ্রুতিলেখকের সম্মানি ও অন্যান্য ব্যয় মেটানোর মতো অর্থ তার পরিবারের কাছে নেই। ফলে চলতি মাসে শুরু হতে যাওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।  


তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১৩ ও ১৭ ফেব্রুয়ারি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ৮ মার্চ অনুষ্ঠিত হবে। কিন্তু এই পরীক্ষাগুলোর জন্য প্রয়োজনীয় খরচ মেটানো পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। যদি কোনো সহৃদয় ব্যক্তি সহায়তার হাত বাড়ান, তাহলে তিনি স্বপ্ন পূরণের সুযোগ পাবেন।  


হরিবলের বাবা অনিল বোনার্জী একজন চা শ্রমিক। তিনি জানান, সপ্তাহে একবার নগণ্য মজুরি পান, যা দিয়ে সংসার চালানোই কঠিন হয়ে পড়ে। তার ছেলের পড়াশোনার জন্য এতদিন যেটুকু সম্ভব হয়েছে করেছেন, কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য প্রয়োজনীয় অর্থের জোগান দিতে পারছেন না।  


তিনি বলেন, হরিবল ছোটবেলা থেকেই মেধাবী ও অধ্যবসায়ী। সবার সহযোগিতায় সে এসএসসি ও এইচএসসিতে ভালো ফল করেছে। এখন সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা নিতে চায়, কিন্তু আর্থিক সংকট তার স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।  


স্থানীয়রা জানান, হরিবল বোনার্জী অনেক পরিশ্রমী ও মেধাবী শিক্ষার্থী। তার মতো একজন মেধাবীর পড়াশোনা থেমে যাওয়া দুঃখজনক হবে। তারা আশা করছেন, সমাজের সামর্থ্যবানরা এগিয়ে এসে তার স্বপ্ন পূরণে সহায়তা করবেন।  


হরিবল বলেন, "আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আমার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। যদি আর্থিক সহযোগিতা পাই, তাহলে এই পরীক্ষাগুলো দিতে পারব এবং সামনে এগিয়ে যেতে পারব।"  


তার শিক্ষাজীবন যাতে অর্থের অভাবে বন্ধ না হয়, সে জন্য হরিবলের পরিবার, স্থানীয়রা ও শুভাকাঙ্ক্ষীরা দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।