কারিনা এবার বিচারক

নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক
প্রকাশিত: শনিবার ১লা জুন ২০১৯ ১২:১২ অপরাহ্ন
কারিনা এবার বিচারক

বলিউডের অন্যতম দামী অভিনেত্রী কারিনা কাপুর। দর্শকরা তাকে বড় পর্দায় দেখেই অভ্যস্ত। কিন্তু টেলিভিশনে নয়। এবার ছোটপর্দায় নাচের একটি রিয়্যালিটি শোতে দর্শকরা তাকে দেখতে পাবে। সেখানে তিনি বিচারকের ভূমিকা পালন করবেন। আর এই শো-এর জন্যই নাকি কারিনা টিভির সবচেয়ে দামি অভিনেত্রী হতে চলেছেন। এ প্রসঙ্গে সম্প্রতি একটি সাক্ষাত্কারে কারিনা বলেন, ‘‘যদি একজন পুরুষ বিচারক নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক পান, তা হলে মহিলা বিচারকেরও তো তাই পাওয়া উচিত। আমি যতটা সময় ওখানে দেব, তার জন্য যে পারিশ্রমিক নেওয়া উচিত, তাই নিচ্ছি।’’

কারিনা জানিয়েছেন, দিনে আট ঘণ্টার বেশি কাজ করবেন না, এ কথা স্পষ্ট জানিয়েছেন কর্তৃপক্ষকে। ‘‘তৈমুরের জন্য আট ঘণ্টার বেশি কাজ করব না এখন। আসলে অনেক সময় ১২ ঘণ্টাও কাজ করতে হয়। কিন্তু সেটা সম্ভব নয়, প্রথমেই বলে দিয়েছি। আর ওরা এত ভাল যে আমার সব শর্তই মেনে নিয়েছে’’।

ইনিউজ ৭১/এম.আর