পটুয়াখালীতে দাওয়াতে না যাওয়ায় জামাইয়ের বাড়িতে হামলা

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: সোমবার ১০ই ফেব্রুয়ারি ২০২৫ ০৭:০৮ অপরাহ্ন
পটুয়াখালীতে দাওয়াতে না যাওয়ায় জামাইয়ের বাড়িতে হামলা

পটুয়াখালীর বাউফলে শ্বশুরের কুলখানিতে না যাওয়ায় এক জামাইয়ের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। রোববার সকালে উপজেলার দাশপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পারভেজ মাতব্বর নামের এক ব্যক্তি অভিযোগ করেছেন, তার শ্বশুর মানিক রাঢ়ীর কুলখানিতে না যাওয়ায় তার সম্মন্ধি সাকিল রাঢ়ীর নেতৃত্বে ১০-১২ জন তার বাড়িতে হামলা চালিয়ে ঘরের দরজা, আসবাবপত্র ও মোটরসাইকেল ভাঙচুর করে।  


পারভেজ মাতব্বর জানান, তার স্ত্রী মীম আক্তারের সঙ্গে কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল, যার ফলে তিনি শ্বশুরবাড়ির মিলাদ ও দাওয়াতে যাননি। এতে ক্ষুব্ধ হয়ে সাকিল রাঢ়ী দলবল নিয়ে তার বাড়িতে হামলা চালান এবং তাকে, তার মা ও বোনকে মারধর করেন। তিনি আরও অভিযোগ করেন, তার বাবা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি দেখে গেলেও হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।  


অন্যদিকে সাকিল রাঢ়ী অভিযোগ অস্বীকার করে জানান, তার বোন মীম আক্তার দাওয়াত দিতে গেলে পারভেজ তাকে আটকে রেখে মারধর করেন। পরে তারা খবর পেয়ে মীমকে উদ্ধার করতে গেলে পারভেজ নিজেই ঘরে ভাঙচুর করে তাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করেন।  


এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হামলা ও পাল্টা অভিযোগের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।