বালুমহাল টেন্ডারে দুই গ্রুপের মারামারি, সাংবাদিককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার ১০ই ফেব্রুয়ারি ২০২৫ ০৭:০৪ অপরাহ্ন
বালুমহাল টেন্ডারে দুই গ্রুপের মারামারি, সাংবাদিককে কুপিয়ে জখম

রাজবাড়ীতে বালুমহাল ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ভিডিও ধারণ করার সময় মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিম (৩৫) সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।


সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। সহকর্মীরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতে ২-৩টি সেলাই লেগেছে।


ইমরান হোসেন মনিম জানান, সোমবার ছিল রাজবাড়ীর একটি বালুমহালের ইজারা জমা দেওয়ার শেষ দিন। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। সংঘর্ষের ভিডিও ধারণের সময় একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। তারা তাকে লাঠি দিয়ে পিটিয়ে ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।


সাংবাদিকের ওপর হামলার ঘটনায় রাজবাড়ীর সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়েছেন এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।


এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, "ভুক্তভোগী সাংবাদিক থানায় লিখিত অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব।"


সাংবাদিকের ওপর এ ধরনের হামলার ঘটনায় গণমাধ্যমকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।