গাংনীতে বিএনপির আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক
এস এম তারেক হোসেন, জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৬ই জানুয়ারী ২০২৫ ০৮:৪৬ অপরাহ্ন
গাংনীতে বিএনপির আনন্দ মিছিল

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া খালাস পাওয়ায় মেহেরপুরের গাংনীতে আনন্দ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।


বৃহস্পতিবার সন্ধ্যায় গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে হাসপাতাল বাজার থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়।


মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু বলেন তৎকালীন সরকার আদালতকে ব্যবহার করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছিল। আপিল বিভাগ মামলা পর্যালোচনা করে বেকসুর খালাস দিয়েছে। 


আনন্দ মিছিলে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।