আগামী ১ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে। শিক্ষা, ঐক্য ও প্রগতি—এই মূলনীতির পতাকাবাহী সংগঠনটি ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ লড়াই এবং জাতীয় রাজনীতিতে তাদের ভূমিকার জন্য নেতাকর্মীদের সংগ্রামী শুভেচ্ছা জানিয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ১ ও ২ জানুয়ারি দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
১ জানুয়ারির কর্মসূচি:
প্রথম দিনে কর্মসূচি শুরু হবে সকাল ৯টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। কেন্দ্রীয় সংসদ কার্যালয়সহ দেশের সব জেলা ও মহানগর ইউনিট কার্যালয়ে পতাকা উত্তোলন করা হবে। সকাল ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রক্তদান কর্মসূচি এবং সারাদেশে একইসঙ্গে ইউনিটভিত্তিক রক্তদান কর্মসূচির আয়োজন করা হবে।
এদিন সন্ধ্যা ৬.৩০ মিনিট থেকে রাত ১০.৩০ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর মধ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
প্রথম দিনের কর্মসূচি শেষ হবে সারাদেশে জেলা, মহানগর, উপজেলা ও পৌর শাখায় বর্ণাঢ্য র্যালির মাধ্যমে।
২ জানুয়ারির কর্মসূচি:
দ্বিতীয় দিনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গুলিস্তান আউটডোর স্টেডিয়ামে কেন্দ্রীয় সংসদের আটটি টিমের মধ্যে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া সারাদেশের বিভিন্ন ইউনিটে ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন ও দাবার মতো বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করা হবে।
“শারীরিক ও মানসিকভাবে সুস্থ-সুন্দর প্রজন্ম গঠনই জাতীয়তাবাদী ছাত্রদলের সংকল্প” প্রতিপাদ্যে এসব আয়োজন পরিচালিত হবে।
প্রতিষ্ঠার ইতিহাস:
১৯৭৯ সালের ১ জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভবিষ্যতের নেতৃত্ব তৈরির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেন। সংগঠনের প্রথম কমিটির আহ্বায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী আসাদুজ্জামান।
বিগত চার দশকে সংগঠনটি ফ্যাসিবাদবিরোধী লড়াই ও জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমানে ছাত্রদলের প্রধান কার্যালয় ঢাকার নয়াপল্টনে অবস্থিত।
সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে সব ইউনিটে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।