সঙ্গীতের রিয়েলিটি শো দিয়ে আলোচনায় চলে এসেছিলেন মাইনুল আহসান নোবেল। কিন্তু তিনি আলোচনায় থাকেন ফেসবুকে বিতর্কিত পোস্টের জন্য। সম্প্রতি তাকে তালাকের নোটিশ পাঠিয়েছেন স্ত্রী। এর পরপরই স্ত্রীর বিরুদ্ধে নানা অভিযোগ এনেছিলেন আলোচিত ও সমালোচিত এ গায়ক।
এবার ফেসবুকে পাত্রী চাই লিখে পোস্ট দিয়েছেন তিনি। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে নোবেল লিখেছেন, 'পাত্রী চাই!' নোবেলের সেই পোস্টে এ পর্যন্ত ৭০ হাজার রিয়্যাক্ট ও ২৬ হাজার মন্তব্য এসেছে।
সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের সূত্রে ২০১৯ সালের ১৫ নভেম্বর সালসাবিল মাহমুদকে বিয়ে করেছিলেন নোবেল। সম্প্রতি নোবেলকে তালাকের নোটিশ পাঠান সালসাবিল।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।