সল্লুর এবারের প্রেমিকা হলিউড অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক
প্রকাশিত: সোমবার ১০ই জানুয়ারী ২০২২ ০৯:২৪ অপরাহ্ন
সল্লুর এবারের প্রেমিকা হলিউড অভিনেত্রী

বলিউড ভাইজান সালমান খানের নাম বহুবার বহু নায়িকার সঙ্গে জড়িয়েছে। কখনো ক্যাটরিনা আবার কখনো জ্যাকলিন ফার্নান্দেজ। এমনকি ইউলিয়া ভন্তুরের সঙ্গেও। বিদেশিনীদের সঙ্গে নাম জড়ানো নতুন কিছু নয় সালমানের জন্য। এখন প্রশ্ন উঠতেই পারে এবার কোন বিদেশিনীর সঙ্গে নাম জড়ালেন এই তারকা।


বলিউড পাড়ায় জোর গুঞ্জন হলিউড অভিনেত্রী সামান্থার সঙ্গে নতুন প্রেম চলছে সালমানের। 


আমেরিকান মডেল-অভিনেত্রী ধীরে ধীরে বলিউড পাড়ার সঙ্গে  নিজের পরিচিতি বাড়াচ্ছেন। মুম্বাইয়ের বিখ্যাত কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়ার দফতরে গিয়েছিলেন সামান্থা। ফারহান আখতারের এক্সেল এন্টারটেনমেন্টের দফতরেও দেখা গিয়েছিল তাকে।


নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলেছেন তাহলে সালমানের সঙ্গে নাম জড়ালেন কীভাবে? সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে সালমানের সঙ্গে দেখা গিয়েছিল সামান্থাকে। সেখানেই একসঙ্গে লেন্সবন্দি হয়েছিলেন দুই দেশের দুই তারকা। সেই ছবি চারদিকে ছড়িয়ে পড়তেই যাবতীয় গুঞ্জনের সূত্রপাত।


এখানেই শেষ নয়। অভিনেতার ৫৬তম জন্মদিনের উদ‌যাপনে তার পানভেলের বাড়িতেও উপস্থিত ছিলেন বিদেশিনী অভিনেত্রী। তা নতুন করে উস্কে দিয়েছে জল্পনা। দুই তারকার এই বন্ধুত্বকেই প্রেমের সূচনা বলে ধরে নিয়েছেন অনেকে।