সাবধান! দয়া করে এই পোস্ট এড়িয়ে চলুন: শুভশ্রী

নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ৩০শে জুলাই ২০২১ ১১:২৪ পূর্বাহ্ন
সাবধান! দয়া করে এই পোস্ট এড়িয়ে চলুন: শুভশ্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে একটি পোস্ট। যেখানে বলা হচ্ছে— ঘরে বসে প্রতিদিন ১-২ ঘণ্টা কাজ করে মাসে ৫ থেকে ৫০ হাজার টাকা আয় করা যায়।


এমন পোস্ট দেখে বেজায় চটেছেন অভিনেত্রী শুভশ্রী।


এ নিয়ে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে ভক্ত-অনুরাগীদের সতর্কবার্তা দিয়ে একটি পোস্ট করেছেন তিনি।


শুভশ্রী লিখেছেন— ‘সাবধান! দয়া করে এই পোস্টকে এড়িয়ে চলুন। একবারেই এটি শেয়ার করবেন না’।

 

মূলত শুভশ্রীর ছবি ব্যবহার করে একটি চক্র ফেসবুক থেকে উপার্জন করার পথ বলে দিচ্ছে, যা একেবারেই ভুয়া।


কদিন আগে কলকাতার আরেক সুপারস্টার দেবের নাম ভাঙিয়ে প্রতারণার জাল বিছিয়েছিল একটি প্রতারক চক্র। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস’-এর নামে একটি পেজ থেকে পোস্ট দেওয়া হয়েছিল। তাতে বলা হয়, ‘কিশমিশ’ সিনেমার জন্য কিছু মডেল ও অভিনয়শিল্পী দরকার। তবে ওই পোস্টটি সম্পূর্ণ ভুয়া বলে নিশ্চিত করে দেবের প্রতিষ্ঠান।


প্রসঙ্গত শুভশ্রী গাঙ্গুলী সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৯ সালের ‘পরিণীতা’ সিনেমায়। বর্তমানে তার হাতে ‘ধর্মযুদ্ধ, ‘হাবজি গাবজি’ ও ‘ধূমকেতু’ সিনেমা রয়েছে।