পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে যুবদল নেতার বিরুদ্ধে ধান লুটের মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি আয়োজিত হয়। ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে মহিপুর থানা ও লতাচাপলী ইউনিয়ন যুবদল নেতাকর্মীসহ প্রায় ৫ শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মহিপুর থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্কাস হাওলাদারের বিরুদ্ধে স্থানীয় লুমা রাখাইন নামের এক নারী সম্প্রতি কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ধান লুটের অভিযোগ তুলেছেন। বক্তারা বলেন, এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। তারা আরও জানান, ওই জমির চাষীরা দীর্ঘ বছর ধরে সেই জমি চাষাবাদ করছেন এবং তাদের নিজের অধিকারেই ধান কেটে নেওয়া হয়েছে।
এ সময় স্থানীয় চাষি আব্দুল কুদ্দুস বলেন, "২০০৯ সাল থেকে আমি এই জমিতে ধান চাষ করছি এবং আমাদের ধান আমরা কেটেছি। আক্কাস হাওলাদারের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।" অপর চাষি নুরুল হকও একই ধরনের বক্তব্য দেন। তিনি বলেন, "আমি ও কুদ্দুস দীর্ঘদিন ধরে সাড়ে ৭ একর জমি চাষ করছি। আক্কাস হাওলাদারের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।"
এদিকে, যুবদল নেতা মো. আক্কাস হাওলাদার বলেন, "লুমা রাখাইন নামের ওই নারী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন, যা সংবাদ সম্মেলন মাধ্যমে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এর পরেই এলাকাবাসী ও জমির চাষীরা বিক্ষুব্ধ হয়ে মানববন্ধন করেছে।" তিনি আরও বলেন, "এটি একটি ষড়যন্ত্রের অংশ, যা আমার ভাবমূর্তি নষ্ট করতে চালানো হচ্ছে।"
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে, তবে মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেছেন, তারা মিথ্যা অভিযোগের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন এবং যুবদল নেতা আক্কাস হাওলাদারের ভাবমূর্তি রক্ষার জন্য সর্বাত্মক সহায়তা করবেন।
এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে স্থানীয়রা আশা করছেন, দ্রুত পরিস্থিতির সুষ্ঠু সমাধান হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।