নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতি রোধ ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে বাজার মনিটরিংয়ের উদ্যোগ নিয়েছেন দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার শিক্ষার্থীরা হিলি পৌর শহরের কাঁচা বাজারে বিভিন্ন দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্য মূল্যের তালিকা পর্যবেক্ষণ করেন।
শিক্ষার্থীরা বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। বাজারে কোনো অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট যাতে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি করে জনগণকে হয়রানি না করতে পারে এ ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। আমরা কাঁচা বাজারে পাইকারি-খুচরা ব্যাবসায়ীদের বিভিন্ন পণ্যের মূল্য পর্যবেক্ষণ করে এসেছি। বাজার মনিটরিং আমাদের অব্যাহত বলে জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বাজার করতে আসা স্কুল শিক্ষক আওলাদ হোসেন বলেন, তরুণ সমাজের প্রতিটি উদ্যোগে আমি প্রতিদিন মুগ্ধ হচ্ছি। পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম থেকে শুরু করে ট্রাফিক নিয়ন্ত্রণ, দেওয়ালে আলপনা অংকন এবং আজকের বাজার মনিটরিং কার্যক্রম দেখে আমার বেশ আনন্দ লাগছে। আমরা এমন উদ্যোমী ছাত্রদের নিয়েই আগামীর বাংলাদেশ গড়তে চাই।
হিলি বাজারের ব্যবসায়ী মইনুল হোসেন বলেন, শিক্ষার্থীরা আজ বাজারে এসেছিলেন। আমাদের সবগুলো দোকান ঘুরে ঘুরে মনিটরিং করে গেছেন। কেউ যদি অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করেন, তাকে বয়কটের কথা জানিয়ে যান শিক্ষার্থীরা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।