পরীমণির মদ্যপানের লাইসেন্স ! ছিল না মেয়াদ

নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক
প্রকাশিত: শনিবার ৯ই অক্টোবর ২০২১ ০১:৩৫ অপরাহ্ন
পরীমণির মদ্যপানের লাইসেন্স ! ছিল না মেয়াদ

দেশের আলোচিত-সমালোচিত নায়িকা পরীমণি। হঠাৎই মাদক কান্ডে গত ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে গ্রেপ্তার হন তিনি। তার বাসা থেকে ১৯ বোতল মদ, এলএসডি ও আইস নামক মাদক মেলে। এ ঘটনার চার সপ্তাহ পর জামিন পান পরীমণি। এর প্রায় দুই মাস পর তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় সিআইডি।


পরীমণির বিরুদ্ধে দেয়া চার্জশিটে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়ার অনেক আগেই এই চিত্রনায়িকার মদ পানের লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছিলো। এতে আরও বলা হয় পরীর বাসা থেকে জব্দ করা মাদক দ্রব্যের বৈধ কাগজপত্র ছিল না। মাদক বহনের কাজে ঋণের ৩০ লাখ টাকায় কেনা গাড়ীটি ব্যবহার করতেন তিনি। আর বাসায় থাকা মাদকের সন্তোষজনক জবাবও দিতে পারেনি পরীমণি। 


রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু বলছেন, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতেই মামলার নিষ্পত্তি হবে। তবে পরীমণির আইনজীবী মজিবুর রহমান বলছেন, মামলার চার্জশিট এখনো হাতে পাননি। প্রয়োজনে চার্জশীটের বিরুদ্ধে হাইকোর্টে যাবেন তারা।


পরীমণির বিরুদ্ধে দেয়া এই চার্জশিটের বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে ১০ অক্টোবর।