মাদক মামলায় জামিন মেলেনি চিত্রনায়িকা পরীমণির। আদালতের নির্দেশে এখন তিনি রয়েছেন গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে। শোবিজের অনেকেই পরীর পক্ষে আওয়াজ তুলেছেন। তারা নায়িকার মুক্তির দাবি করেছেন। এবার পরীর বিষয়ে কথা বললেন হালের ক্রেজ সিয়াম আহমেদ।
একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সিয়াম বলেন, 'পরীমণি মানুষের জন্য অনেক করেছেন। তিনি অনেক অনাহারীকে খাইয়েছেন। সংসার চলে না, এমন অনেককে সহযোগিতা করেছেন। এগুলো একজন ভালো মানুষের লক্ষণ। আমি চোখের সামনে অন্যের জন্য পরীমণিকে কিছু করতে দেখেছি। ক্ষমতা তো অনেকেরই থাকে, কতজন করেন?'
পরীর ঘটনার সঠিক তদন্ত এবং বিচারের প্রত্যাশায় তিনি বলেন, 'দেশের আইনি ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। এমন কিছু হয়নি যে আমাদের আস্থা নষ্ট হয়ে যাবে। আমরা ওয়েট করছি। তিনি (পরীমণি) প্রপার জাস্টিস পাবেন। আশা করি, তিনি সুস্থ ও স্বাভাবিকভাবে বের হবেন। আবারও নিয়মিত কাজে ফিরবেন।'
এদিকে পরীমণি আটকের পর কিছু ভুঁইফোড় অনলাইনে সিয়ামকে নিয়ে মিথ্যা খবর প্রকাশ করে। তারা একধরনের শিরোনাম দিয়ে ভেতরে আরেক ধরনের খবর লিখে বলে ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছিলেন সিয়াম। বিষয়টি তাকে ব্যক্তিগতভাবে আঘাত করেছে। কিছু মানুষের কারণে তার পরিবার কষ্ট পেয়েছে, মর্মাহত হয়েছে।যারা এসব কুৎসা রটাচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সিয়াম আহমেদ। তিনি জানান, 'আমার ব্যবস্থা আমি নেব। জানিয়ে নেব না। যারা অপরাধী, তারা জেনে যাবেন।'
বর্তমানে দীপংকর দীপনের 'অন্তর্জাল' সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সিয়াম আহমেদ। চার মাস ধরে সিনেমাটির সঙ্গে আছেন তিনি। দীর্ঘদিন ধরেই প্রস্তুতি নিচ্ছেন। এই সিনেমায় টেকনিক্যাল কিছু বিষয় আছে। এজন্য ট্রেনার দেওয়া হয়েছিল। করোনার মধ্যেও অনলাইনে সিনেমার নির্মাতা দীপংকর দীপন ওয়ার্কশপের ব্যবস্থা করেছিলেন। সিয়াম নিজেও অনেক সিনেমা দেখে প্রস্তুতি নিয়েছেন। এছাড়াও শান, দামাল, পাপপুণ্যসহ বেশির ভাগ সিনেমার শুটিং শেষ করেছেন।
প্রসঙ্গত, চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় জুটি বেঁধেছিলেন সিয়াম ও পরীমণি। তাদের অভিনীত দ্বিতীয় সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়াও দেশের বড় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার 'বায়োপিক' শিরোনামের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সিয়াম ও পরীমণি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।