https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

কারাগারে পাঠানোর নির্দেশ পরীমণিকে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২১, ২১:১৯

শেয়ার করুনঃ
কারাগারে পাঠানোর নির্দেশ পরীমণিকে

মাদক মামলায় তৃতীয় দফায় রিমান্ড শেষে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।শনিবার (২১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম শুনানি শেষে এ আদেশ দেন।তৃতীয় দফায় এক দিনের রিমান্ড শেষে শনিবার বেলা সাড়ে ১১টার পর পরীমণিকে আদালতে হাজির করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। এরপর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কাজী গোলাম মোস্তফা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

এর আগে বৃহস্পতিবার (১৯ আগস্ট) পরীমণির একদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম। তার আগে ১০ আগস্ট পরীমণি ও আশরাফুল ইসলাম দীপুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস। ৫ আগস্ট পরীমণি ও দীপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।মাদক মামলায় গেল ১৩ আগস্ট পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওই দিন সন্ধ্যায় তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

উল্লেখ্য, উল্লেখ্য, গেল ৪ আগস্ট পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‍্যাব। অভিযানে নতুন মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয় বলে দাবি করে তারা। তার ড্রয়িংরুমের কাবার্ড, শোকেস, ডাইনিংরুম এবং বেডরুমের সাইড টেবিল ও টয়লেট থেকে বিপুল মদের বোতল উদ্ধার করা হয় বলেও দাবি করা হয়। পরদিন বিকেলে পরীমণি, প্রযোজক ও অভিনেতা মো. নজরুল ইসলাম রাজ এবং তাদের দুই সহযোগী আশরাফুল ইসলাম দীপু ও মো. সবুজ আলীকে বনানী থানায় সোপর্দ করে র‍্যাব।এরপর র‍্যাব বাদী হয়ে রাজধানীর বনানী থানায় পরীমণি ও তার সহযোগী দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে৷

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

সৌদি রাষ্ট্রদূতকে স্বামী দাবি করলেন আলোচিত মডেল মেঘনা আলম

সৌদি রাষ্ট্রদূতকে স্বামী দাবি করলেন আলোচিত মডেল মেঘনা আলম

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানকে ব্ল্যাকমেইল করে ৫ মিলিয়ন ডলার দাবি করার অভিযোগ উঠেছে আলোচিত মডেল মেঘনা আলমের বিরুদ্ধে। তবে আদালতে শুনানিকালে চাঞ্চল্যকরভাবে ওই কূটনীতিককে নিজের স্বামী দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে মেঘনা আলম ও তার সহযোগী দেওয়ান সমিরকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে হাজির করা হয়। রাজধানীর ধানমন্ডি থানায় বিদেশি কূটনীতিকদের ‘হানি

আলোয় আলোকিত হয়ে নতুন বছর বরণের প্রস্তুত ছায়ানট

আলোয় আলোকিত হয়ে নতুন বছর বরণের প্রস্তুত ছায়ানট

বাংলা নববর্ষ ১৪৩২-কে সামনে রেখে রাজধানীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট এবারও আয়োজন করেছে বর্ষবরণ অনুষ্ঠানের। ‘আমার মুক্তি আলোয়, আলোয়’ প্রতিপাদ্য নিয়ে এবারের আয়োজনে থাকবে বাঙালির আলোর পথে এগিয়ে চলার আহ্বান।   শুক্রবার ধানমন্ডির ছায়ানট ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা জানান, বিশ্বব্যাপী অস্থিরতা ও মানবিক মূল্যবোধের অবক্ষয়ের মধ্যেও ছায়ানটের ৫৮তম বর্ষবরণের আয়োজন হতে যাচ্ছে

পরকীয়ার বিরুদ্ধে যে শাস্তির দাবি করলেন -অপু বিশ্বাস

পরকীয়ার বিরুদ্ধে যে শাস্তির দাবি করলেন -অপু বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস পরকীয়া ও অনৈতিক সম্পর্কের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি পরকীয়ার জন্য পাথর নিক্ষেপে শাস্তির মতো কঠোর আইন প্রণয়নেরও দাবি তুলে ধরেন।   ‘র‌্যাপিড ফায়ার’ নামের একটি সেশনে সঞ্চালকের প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, "আমি যদি সুপার পাওয়ার পেতাম, তাহলে পরকীয়া বন্ধ করতাম। এমন আইন করতাম যেখানে দশজনের সামনে পাথর নিক্ষেপ করে পরকীয়াকারীদের

এবার যে কারণে ঈদে গান শোনাবেন না মাহফুজুর রহমান

এবার যে কারণে ঈদে গান শোনাবেন না মাহফুজুর রহমান

২০১৬ সাল থেকে প্রতিবছর নিজের টেলিভিশন চ্যানেলে একক সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করে আলোচিত হন ড. মাহফুজুর রহমান। তার গান প্রায়শই সমালোচনার এবং আলোচনা-বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে থাকে। তবে, করোনা মহামারীর কারণে সারা বিশ্ব থেমে গেলেও, তার গান পরিবেশন থেমে যায়নি। তিনি ঈদুল ফিতরের বিশেষ অনুষ্ঠানে নিয়মিত গান পরিবেশন করতেন, কিন্তু এবারের ঈদে ভক্তদের জন্য একটি দুঃখজনক খবর রয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) গণমাধ্যমের

কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ সিয়াম ও হিমির

কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ সিয়াম ও হিমির

প্রতি ঈদ ইত্যাদিতেই থাকে নতুন নতুন চমক। উপহার দেওয়া হয় বিভিন্ন অঙ্গনের শিল্পীদের ব্যতিক্রমী প্রতিভার। যেমন গত ঈদের ইত্যাদিতে হানিফ সংকেত ইত্যাদির মাধ্যমেই সংগীতশিল্পী হিসেবে উপহার দিয়েছিলেন অভিনয় তারকা তাসনিয়া ফারিণকে। তিনি তাহসানের সঙ্গে একটি দ্বৈত সংগীত পরিবেশন করেছিলেন। গানটি মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এবারও তার ব্যতিক্রম নয়। এবার ঈদ ইত্যাদিতে তিনি উপহার দিয়েছেন সিয়াম ও হিমিকে। দর্শকেরা শুধু