ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরিমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়ট পরিমনি নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেইজে জানিয়েছেন।
রোববার (১৩ জুন) রাত ৭ টা ৫৪ মিনিটে নিজের ভেরিফাইড পেইজে প্রধানমন্ত্রীর কাছে এক খোলা চিঠিতে তিনি তার সাথে ঘটে যাওয়া ঘটনার বিচার দাবি করেন। সেখানে তিনি শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বললে উল্লেখ করেন। পাশাপাশি তাকে ধর্ষণ ও হত্যা করার চেষ্টা করা হয়েছে বলেও জানান।
চিঠিতে পুলিশের আইজিপির সাহায্যও কামনা করেন পরিমণি। তবে তিনি অভিযুক্তের নাম উল্লেখ করেননি চিঠিতে।
পাঠকদের জন্যে নিম্নে পরিমণির চিঠিটা হুবহু উল্লেখ করা হলো-