টলিউড অভিনেত্রী তথা সাংসদ নুসরাত জাহানের মাতৃত্বের খবর সামনে আসার পর থেকেই চলছে তোলপাড়। স্বামী নিখিল জৈনর সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার আগেই অভিনেতা যশের সন্তানের মা হতে চলেছেন অভিনেত্রী, জল্পনা এমনটাই।
এতদিন নিজের সন্তানসম্ভবা হওয়ার জল্পনা নিয়ে নীরব থাকলেও অবশেষে মুখ খুললেন অভিনেত্রী নুসরত জাহান। তিনি বলেন, 'নিখিল জৈনর সঙ্গে কোনও দিন তাঁর বিয়েই হয়নি। তাঁরা কেবলমাত্র সহবাস বা লিভ-ইন রিলেশনশিপে ছিলেন।'
একটি বিবৃতিতে নুসরত জানিয়েছেন, তুরস্কে তাঁদের আইন মেনে বিয়ে হয়নি। সংশ্লিষ্ট দেশের আইনে এই বিয়ে অবৈধ। এছাড়াও হিন্দু মুসলিম বিয়ের ক্ষেত্রে বিশেষ নিয়ম মানা উচিত। কিন্তু তাঁদের বিয়ের ক্ষেত্রে তা মানা হয়নি। সুতরাং তাঁদের বিয়েই হয়নি।
পাশাপাশি এদিন নিখল জৈনর বিরুদ্ধে বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছেন নুসরাত জাহান। তিনি লিখেছেন, 'আমি কোনওদিন কারওর ক্রেডিড কার্ড ব্যবহার করিনি। কিন্তু যিনি নিজেকে বড়লোক বলে দাবি করছেন (
নিখিল জৈন)এবং আমি তাঁকে ব্যবহার করছি বলছেন তিনি অবৈধভাবে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছেন। এমনকী, আমাদের বিচ্ছেদ হওয়ার পরও নিখিল আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছেন।আমি বিষয়টি সম্পর্কে পুলিশে অভিযোগ করেছি। খুব শিগগিরই পুলিশ পদক্ষেপ নেবে বলে আশা করছি।'
এখানেই শেষ নয় নুসরত আরও জানিয়েছেন, তাঁর ব্যগ জামাকাপড়, গহনা এখনও নিখিলের বাড়িতেই রয়েছে। নিখিলকে উদ্দেশ্য করে নুসরতের তোপ 'বড়লোক বলেই এক মহিলার উপর আঘাত হানা যায়না। আমি কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে নিজের পরিচয় তৈরি করেছি।'
প্রসঙ্গত, নুসরাত জাহানের মা হওয়ার খবর সামনে আসতেই শুরু হয়েছে তোলপাড়। নায়িকার দাম্পত্যজীবন নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া। যদিও মা হওয়ার বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেত্রী। জল্পনা নুসরতের সন্তানের বাবা টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত। এদিকে নিখিলের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার আগেই কিভাবে যশের সন্তানের মা হলে চলেছেন অভিনেত্রী, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নেটনাগরিকরা।
এতদিন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখে কুলুপ এঁটে থাকলেও অবশেষে নিজের বক্তব্য রাখলেন নুসরাত। স্বামী নিখিলকে নিয়ে নুসরতের এই বক্তব্য সামগ্রিক প্রেক্ষাপটের ভিত্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।