প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ২২:১৭
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। মহামারির এমন পরিস্থিতিতে মুম্বাই ছাড়লেন গৌরী খান ও তার ছেলে আরিয়ান খান। কিন্তু তাদের সঙ্গে ছিলেন না শাহরুখ খান। নিউ ইয়র্কে পড়াশোনার জন্য রয়েছেন মেয়ে সুহান। সেখানেই উড়ে গেলেন মা ও ছেলে।
মুম্বাইয়ের এয়ারপোর্টে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছেন গৌরী ও আরিয়ান। মা-ছেলে দুজনকেই দেখা গেল ক্যাজুয়াল পোষাকেই। গৌরীর পরনে ছিল ঢিলেঢোলা প্রিন্টেড লং ড্রেসের সঙ্গে কালো ব্লেজারে। অন্যদিকে আরিয়ানকে দেখা গেছে কালো রঙের টিশার্ট, কার্গোর সঙ্গে মানানসই ডেনিম জ্যাকেট। দুজনের মুখ ঢাকা ছিল মাস্কে।
শাহরুখের নতুন সিনেমা ‘পাঠান’। এর শুটিং নিয়ে পুরোদমে ব্যস্ত ছিলেন এই বলিউড বাদশাহ। প্রথম লটের কাজ শুরু হয় দুবাইতে। এরপর বাকি অংশ চলছিল মুম্বাইয়ে। শুটিং চলার কিছুদিনের মধ্যে প্রোডাকশনের একজন করোনায় আক্রান্ত হন। এরপরই বন্ধ হয়ে যায় কাজ। তখন থেকে ঘরবন্দি রয়েছে শাহরুখ খান।