https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

উর্বশীর হীরার মাস্ক!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ১৯:২২

শেয়ার করুনঃ
উর্বশীর হীরার মাস্ক!

এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে ভারতীয় মডেল ও অভিনেত্রী উর্বশী রাউটেলা। ভারতীয় এই লাস্যময়ী সম্প্রতি হীরার মাস্ক পরে ভক্তদের সামনে হাজির হয়ে আলোচনায় এসেছেন। 

উর্বশী মডেলিং হিসেবে ক্যারিয়ার শুরু করলেও এর পরে একে একে ‘সিং সাব দ্য গ্রেট’, ‘সনম রে’, ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ করে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে বেশ সক্রিয়  এই মডেল ও অভিনেত্রী।

 সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছোট ভিডিও ক্লিপ প্রকাশ করেন উর্বশী। এতে হীরার মাস্ক পরা অবস্থায় দেখা যায় তাকে। মাস্কের মাঝখানটি কাঁচ দিয়ে ঢাকা। বাকি অংশ পুরোটাই নকশা করা হীরা দিয়ে মোড়া রয়েছে। ভিডিওর ক্যাপশনে রসিকতা করে এই অভিনেত্রী লিখেছেন, ‘সম্পূর্ণ মুখের জন্য হীরার মাস্ক। উফফ বড্ড ভারি। দোষ দেবেন না প্লিজ।’

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

করোনা মহামারির কারণে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলতে বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু উর্বশীর এই মাস্ক পরার বিষয়টি অনেকেই একটু অন্যভাবে দেখছেন। করোনা মহামারির সময় এমন বিলাসিতা ঠিক হয়নি বলে মনে করছেন কেউ কেউ। তবে ভক্তরা কিন্তু ঠিকই এই অভিনেত্রীর প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘এক হীরার মধ্যে আরেক হীরা।’ অপর একজন মন্তব্য করেছেন, ‘ভারত ও বিশ্বের মধ্যে আপনিই সত্যিকারের হীরা।’

#ইনিউজ৭১/এনএইচএস/২০২১ 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif
https://enews71.com/storage/ads/01JPGKM6HF6Z9KMXY1REE9WXY0.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JP5YKC7WPY9CJWY37XZPWKM0.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

এবার যে কারণে ঈদে গান শোনাবেন না মাহফুজুর রহমান

এবার যে কারণে ঈদে গান শোনাবেন না মাহফুজুর রহমান

২০১৬ সাল থেকে প্রতিবছর নিজের টেলিভিশন চ্যানেলে একক সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করে আলোচিত হন ড. মাহফুজুর রহমান। তার গান প্রায়শই সমালোচনার এবং আলোচনা-বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে থাকে। তবে, করোনা মহামারীর কারণে সারা বিশ্ব থেমে গেলেও, তার গান পরিবেশন থেমে যায়নি। তিনি ঈদুল ফিতরের বিশেষ অনুষ্ঠানে নিয়মিত গান পরিবেশন করতেন, কিন্তু এবারের ঈদে ভক্তদের জন্য একটি দুঃখজনক খবর রয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) গণমাধ্যমের

কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ সিয়াম ও হিমির

কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ সিয়াম ও হিমির

প্রতি ঈদ ইত্যাদিতেই থাকে নতুন নতুন চমক। উপহার দেওয়া হয় বিভিন্ন অঙ্গনের শিল্পীদের ব্যতিক্রমী প্রতিভার। যেমন গত ঈদের ইত্যাদিতে হানিফ সংকেত ইত্যাদির মাধ্যমেই সংগীতশিল্পী হিসেবে উপহার দিয়েছিলেন অভিনয় তারকা তাসনিয়া ফারিণকে। তিনি তাহসানের সঙ্গে একটি দ্বৈত সংগীত পরিবেশন করেছিলেন। গানটি মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এবারও তার ব্যতিক্রম নয়। এবার ঈদ ইত্যাদিতে তিনি উপহার দিয়েছেন সিয়াম ও হিমিকে। দর্শকেরা শুধু

ধর্মে-কর্মে সময় পার করছেন অভিনেতা তামিম মৃধা

ধর্মে-কর্মে সময় পার করছেন অভিনেতা তামিম মৃধা

একসময় গান-অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করলেও বর্তমানে ইসলামের ছায়াতলেই সকল সুখ খুঁজে পেয়েছেন ছোট পর্দার অভিনেতা ও গায়ক তামিম মৃধা।  দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে বিরতি নিয়েছেন তিনি। শুধু অভিনয় নয়, নিজের ইউটিউব চ্যানেলে কোনো গান নিয়েও হাজির হন না।  বরং ইদানিংকালে তামিমকে দেখা যাচ্ছে একটি ইসলামিক পডকাস্ট পরিচালনা করতে। যেখানে উপস্থিত থাকছেন দেশের প্রখ্যাত ইসলামিক স্কলার ও ব্যক্তিত্বরা।  ইসলামের বিভিন্ন দিক, বিষয়

গুলিবিদ্ধ অভিনেতা আজাদ

গুলিবিদ্ধ অভিনেতা আজাদ

বেশ কিছু নাটক করে বেশ অল্প সময়েই দারুণ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা আজিজুর রহমান আজাদ। নাটকের পর্দায় সদা হাস্যোজ্জ্বল এই তরুণ এখন ভালো নেই। আজ ভোর রাতে আশুলিয়ায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন তিনি! অভিনেতার বিষয়টি নিশ্চিত করেছেন আজাদের সহশিল্পী ও এনটিভির সাংবাদিক জাহিদুর রহমান। তিনি বেলা ২ টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেতা আজাদের ফেসবুক আইডি ট্যাগ করে লেখেন, ‘আশুলিয়ায় গুলিবিদ্ধ অভিনেতা

এখনই স্থানীয় সরকার নির্বাচন চাইছেন আসিফ আকবর

এখনই স্থানীয় সরকার নির্বাচন চাইছেন আসিফ আকবর

কণ্ঠশিল্পী আসিফ আকবর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তুলেছেন। তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বলেন, 'জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি। এতে রাজনৈতিক সংস্কৃতির উন্নতি বোঝা যাবে, মানুষও উপকৃত হবে।' এই মন্তব্যের মাধ্যমে তিনি দেশের নির্বাচনী পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু করেন। অন্যদিকে, আসিফের পোস্টে একজন নেটিজেন মন্তব্য করেন যে স্থানীয় নির্বাচন না চাওয়ার কারণ হচ্ছে রাজনৈতিক